International Kolkata Book Fair: এবার বইমেলাতেও! SFI-এর স্টল থেকে চুরি গেল ত্রিপল

International Kolkata Book Fair: বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ৪০ হাজার টাকার উপর খরচ করে স্টল করেছেন। এর জন্য প্রচুর টাকা নিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বই মেলায় ক্রমাগত নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এ দিকে, সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই। 

International Kolkata Book Fair: এবার বইমেলাতেও! SFI-এর স্টল থেকে চুরি গেল ত্রিপল
এসএফআই-এর স্টল থেকে ত্রিপল চুরিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Feb 04, 2025 | 3:26 PM

রঞ্জিৎ ধর ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট

কলকাতা: এতদিন বিপর্যস্ত এলাকা থেকে ত্রিপল চুরি অভিযোগ আসত। তা নিয়ে কম রাজনীতি হয়নি। এবার তো আন্তর্জাতিক বইমেলা থেকেই উধাও ত্রিপল। কলকাতা বইমেলায় এসএফআই-এর মুখপত্র ছাত্রসংগ্রামের স্টল থেকে ত্রিপল চুরির অভিযোগ। তাঁদের দাবি,সোমবার রাতে ত্রিপল লাগিয়ে স্টল বন্ধ করে যান। মঙ্গলবার এসে দেখছে ত্রিপল নেই।

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ৪০ হাজার টাকার উপর খরচ করে স্টল করেছেন। এর জন্য প্রচুর টাকা নিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বই মেলায় ক্রমাগত নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এ দিকে, সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই। এ প্রসঙ্গে এসএফআই-এর রাজ্য কমিটির সহ সভাপতি শুভজিৎ সরকার বলেন, “প্রতিবছর বইমেলায় স্টল দিই। অনেক টাকা খরচ হচ্ছে। এত খরচার পরও চুরি? কালকে ত্রিপল লাগিয়ে আজ দেখছি নেই। কালকে ত্রিপল গেছে। এরপর বই চলে যাবে। পরে আরও দামি কিছু যাবে। গিল্ড কর্তৃপক্ষের নিরাপত্তা ভালোই থাকে প্রতিবার। এবার কী হল জানি না। এত নিরাপত্তা কোথায় গেল?”

প্রতিবারের মতো এবারও ৪৮ তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। তার জন্য রবি ও সোমবার দু’দিনই উপচে পড়া ভিড় ছিল সেখানে। সরস্বতী পুজোয় ছুটি দিনে বইপ্রেমী মানুষ পৌঁছন মেলায়। সেই মেলাতেই এই চুরির অভিযোগ স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।