TV9 Poll Start Opinion Poll: হাটট্রিকের পথে দেব, কোচবিহারে জিততে পারেন নিশীথ, এই আসনগুলিতে থাকবে বড় চমক
Lok Sabha Election 2024: রাজ্যের অন্যতম আলোচিত আসন ডায়মন্ড হারবার। দীর্ঘ জল্পনার পর সেই আসনে অবশেষে প্রার্থী দিয়েছে বিজেপি। তবে জনমত সমীক্ষা অনুযায়ী, ডায়মন্ড হারবার ফের দখলে রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর ও দক্ষিণ- ২ আসনেই জয়ের সম্ভাবনা তৃণমূলের। যাদবপুরেও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের দিকেই পাল্লা ভারি।
কলকাতা: চব্বিশের মহারণে বাংলায় হতে চলেছে জোর টক্কর। কেন্দ্রের গদির লড়াইয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এমনটাই ইঙ্গিত মিলল TV9, পোল স্ট্র্যাট (Poll Strat) ও পিপলস ইনসাইট (People’s Insight)-র সমীক্ষায়। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, আসন সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মধ্যে। এমনকী, শাসক দলের বেশ কিছু হেভিওয়েট প্রার্থী এবার ধরাশায়ী হতে পারেন। আবার চমক দিতে পারেন নতুন কয়েকজন প্রার্থী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দেখা গিয়েছিল গেরুয়া ঝড়। জঙ্গলমহলেও দাপট ছিল বিজেপির। গত লোকসভা নির্বাচনে এযাবত্কালে সবথেকে বেশি আসন বাংলা থেকে পেয়েছিল পদ্ম শিবির। বিধানসভা ভোটে তৃণমূল সেই ধাক্কা সামাল দিয়ে জয়ের হ্যাটট্রিক করলেও, কী হতে পারে চব্বিশের লোকসভা ভোটে? তারই আভাস মিলেছে TV9 নেটওয়ার্ক, পোল স্ট্র্যাট ও পিপলস ইনসাইটের সমীক্ষায়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২২টি আসন পেয়েছিল। বিজেপির দখলে ছিল ১৮টি আসন। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। এবার জনমত সমীক্ষায় বলছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ২১টি আসন। বিজেপি ঠিক পিছনেই থাকবে। ২০টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ১টি আসন।
সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, গত লোকসভা নির্বাচনের থেকেও খারাপ ফল হতে পারে তৃণমূল কংগ্রেসের। উল্টোদিকে, ২০১৯ সালের নির্বাচনের থেকে আসন সংখ্যা বাড়তে পারে বিজেপির। বেশ কিছু আসনে হতে পারে চমকপ্রদ ফল।
সমীক্ষায় বলা হয়েছে, কোচবিহার থেকে টানা দ্বিতীয়বার জিততে পারেন নিশীথ প্রামাণিক। রায়গঞ্জ যেতে পারে তৃণমূলের দখলে। তবে বালুরঘাটে ফের বাজিমাত করতে পারেন সুকান্ত মজুমদার। সমীক্ষা বলছে, বাংলায় কংগ্রেস একটি মাত্র আসনেই জয়ী হতে পারে। বহরমপুরে অব্যাহত থাকতে পারে অধীর ম্যাজিক।
অন্যদিকে, কৃষ্ণনগরে ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে হারিয়ে জিততে পারেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। বনগাঁ দখলে রাখতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ব্যারাকপুরের মতো নজরকাড়া কেন্দ্রে ফের বাজিমাত করতে পারেন অর্জুন সিং।
লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম বড় ইস্যু সন্দেশখালি ইস্যু। বাংলায় সন্দেশখালিকেই প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। প্রচারে এসে বারবার সন্দেশখালির প্রসঙ্গ টানছেন প্রধানমন্ত্রী মোদী থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা।কিন্তু জনমত সমীক্ষাবলছে বসিরহাট আসন থেকে জয়ের সম্ভাবনা তৃণমূলেরই।
রাজ্যের অন্যতম আলোচিত আসন ডায়মন্ড হারবার। দীর্ঘ জল্পনার পর সেই আসনে অবশেষে প্রার্থী দিয়েছে বিজেপি। তবে জনমত সমীক্ষা অনুযায়ী, ডায়মন্ড হারবার ফের দখলে রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর ও দক্ষিণ- ২ আসনেই জয়ের সম্ভাবনা তৃণমূলের। যাদবপুরেও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের দিকেই পাল্লা ভারি।
হুগলিতে ২ তারকা লড়াই। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম লকেট চট্টোপাধ্যায়ের লড়াইয়ে পাল্লাভারী লকেটেরই। তমলুকে জিততে পারেন বিজেপির প্রার্থী অভিজিত্ গঙ্গোপাধ্যায়। কাঁথিতে আস্থা থাকতে পারে অধিকারী পরিবারেই। অন্যদিকে, ঘাটালে জয়ের হ্যাটট্রিক করতে পারেন দেব।
কেন্দ্র বদল হলেও, বর্ধমান-দুর্গাপুরে জেতার সম্ভাবনা দিলীপ ঘোষের। বাংলায় ইন্ডিয়া জোটের মুখরক্ষা করতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর আসন থেকে জয়ী হতে পারেন তিনি।