AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UGC in JU Campus: রিপোর্টে অখুশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন UGC-র প্রতিনিধি দল

UGC In Jadavpur University: আজ বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট থেকে অরবিন্দ ভবনে প্রবেশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উপাচার্য বুদ্ধদেব সাউ ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে করেন বৈঠক।

UGC in JU Campus: রিপোর্টে অখুশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন UGC-র প্রতিনিধি দল
যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit: টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 1:28 PM
Share

কলকাতা: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল ইউজিসি-র প্রতিনিধি দল। পড়ুয়া মৃত্যুর ঘটনায় এর আগে দু’বার রিপোর্ট পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। কিন্তু তাতে খুশি হয়নি মঞ্জুরি কমিশন। সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। এ দিন সকাল ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তাঁরা।

আজ বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট থেকে অরবিন্দ ভবনে প্রবেশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উপাচার্য বুদ্ধদেব সাউ ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে করেন বৈঠক। সূত্রের খবর, এরপর তাঁরা যেতে পারেন মেইন হস্টেলে। কথাবার্তা বলতে পারেন পড়ুয়াদের সঙ্গেও।

প্রসঙ্গত, সিসিটিভি লাগানো থেকে নিরাপত্তাব্যবস্থা, বহু ক্ষেত্রেই হাইকোর্ট, সুুপ্রিম কোর্ট এমনকী ইউজিসির গাইড লাইন মানছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন তা মানা হবে না সেই প্রশ্ন তুলে আগেই যাদবপুরে চিঠি দেয় ইউজিসি। প্রথম দফায় উত্তরও দেয় যাদবপুর। কিন্তু গুঞ্জন ওঠে ক্যাম্পাসে আসতে পারে ইউজিসির প্রতিনিধি দল। তবে এর মধ্যে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আবার জানিয়েছিলেন তাঁদের উত্তরে সন্তুষ্ট হয়েছে ইউজিসি। কিন্তু, সেই জল্পনা বাড়তে বাড়তেই আরও এক চিঠি এসে যায় যাদবপুরে। আগের উত্তরে যে সন্তুষ্ট নয় মঞ্জুরি কমিশন, তা জানানো হয়। এরপর আজ ক্যাম্পাসে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল।