AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ultadanga ED Raid: কেবল ১.৫ কোটি টাকাই নয়, উদ্ধার ৭ কোটির বিট কয়েনও, উল্টোডাঙায় নগদ উদ্ধারে হাওয়ালার যোগ দেখছে ইডি

Ultadanga ED Raid: মোটর ভেহিক্যাল ট্রেনিং স্কুলের পাশেই আরও একটি সংস্থা রয়েছে রুমেন আগরওয়ালের। সেই সংস্থারও ব্যাঙ্কের নথির ওপর নজর রয়েছে তদন্তকারীদের।

Ultadanga ED Raid: কেবল ১.৫ কোটি টাকাই নয়, উদ্ধার ৭ কোটির বিট কয়েনও, উল্টোডাঙায় নগদ উদ্ধারে হাওয়ালার যোগ দেখছে ইডি
রুমেনের সংস্থা
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 10:49 AM
Share

কলকাতা: বাড়ির একতলায় মরচে পড়া সবুজ গেট। তাতে লেখা ভিআইপি মোটর কার ট্রেনিং স্কুল। এটা বাহ্যিক। কিন্তু এই মোটর ভেহিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই চলত প্রতারণার ব্যবসা। উল্টোডাঙার বহুতল আবাসনের এই ট্রেনিং স্কুলেই বুধবার অভিযান চালান ইডি তদন্তকারীরা। এই সংস্থার অফিস রয়েছে ট্রেনিং স্কুলের পিছনেই। আর ওই আবাসনেই ব্যবসায়ী উমেন আগরওয়ালের বাড়ি। এই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা। উদ্ধার হয়েছে ৭ কোটি টাকার বিট কয়েন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ। সূত্রের খবর, সেখান থেকেই বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন ইডি আধিকারিকরা। তাঁরা মনে করছেন, এই টাকা হওয়ালার কারবারের।  তাতে গার্ডেনরিচের আমির খানের সঙ্গে এই সংস্থার মালিকের যোগসূত্র পাওয়া গিয়েছে। সেই কারণেই উল্টোডাঙার এই বাড়ি থেকে মালিকের ছেলে রুমেন আগরওয়ালকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বাবা উমেশ এখনও বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি চলছে। তাঁদের ব্যাঙ্কের লেনদেনের ওপরও নজর রাখা হয়েছে। মনে করা হচ্ছে, গেম জালিয়াতির সঙ্গে তাঁদেরও যোগাযোগ থাকতে পারে। মোটর ভেহিক্যাল ট্রেনিং স্কুলের পাশেই আরও একটি সংস্থা রয়েছে রুমেন আগরওয়ালের। সেই সংস্থারও ব্যাঙ্কের নথির ওপর নজর রয়েছে তদন্তকারীদের।

বুধবার দুপুরে উল্টোডাঙার এই বহুতল আবাসনে অভিযান চালান তদন্তকারীরা। রাতভোর সেখানেই ছিলেন তাঁরা। যখন বের হন ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার ভোর পাঁচটা। ইডি আধিকারিকদের হাতে ছিল একটি ট্রলি ব্যাগ। ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দেড় কোটি টাকা।  মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার আরও দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান বলে খবর। উল্টোডাঙার ফ্ল্যাটের আলমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা।

রুমেনকে আপাতত জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করছেন, আমির খানের গেমিং অ্যাপ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যোগ থাকতে পারে রুমেনের। সেই টাকাও এই সংস্থার বিভিন্ন খাতে ব্যবহৃত হয়েছে। গার্ডেনরিচ ও উল্টোডাঙা টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তা টাকার হিসাবে ৭০ কোটি হবে। তদন্তকারীরা মনে করছেন, এই অঙ্কটা একশো কোটি ছাড়াবে।