
কলকাতা ও চন্দ্রকোনা: তাঁর মন্ত্রক রিপোর্ট চেয়েছে। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই আবহে শুভেন্দুর সঙ্গে শাহ ফোনে ১৫ মিনিট কথা বলেছেন। জানা গিয়েছে, হামলার ঘটনা নিয়ে শুভেন্দুর কাছ থেকে বিস্তারিত তথ্য নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ৫টি ভিডিয়ো পাঠিয়েছে বিধানসভার বিরোধী দলনেতার অফিস।
গতকাল পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে রাত ৮টা ২০ মিনিট নাগাদ চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। রাস্তার একধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে কয়েকজন দাঁড়িয়েছিলেন। শুভেন্দুর গাড়ি যাওয়ার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, হামলাকারীদের সঙ্গে পেট্রল, ডিজেল ছিল। গাড়ি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগও তুলেছেন তিনি।
ঘটনার পর সোজা চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। আইসির রুমে মেঝেতে বসে পড়েন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন। ৬ ঘণ্টা পর থানা থেকে বেরোন তিনি। গভীর রাতে থানার বাইরে থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিলের নেতৃত্ব দেন।
শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিধানসভার বিরোধী দলনেতার অফিসের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায়। গতকাল রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন শুভেন্দুর সঙ্গে। বিধানসভার বিরোধী দলনেতা যখন থানায় বসেছিলেন, তখন ১৫ মিনিট দু’জনের কথা হয়। জানা গিয়েছে, কীভাবে হামলা হয়েছে, তা বিস্তারিতভাবে শাহকে জানিয়েছেন শুভেন্দু। এদিকে, বিরোধী দলনেতার অফিস থেকেও ঘটনার ৫টি ভিডিয়ো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। এখন দেখার, এরপর শাহর দফতর কী পদক্ষেপ করে। বিধানসভার বিরোধী দলনেতা ইতিমধ্যে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। আগামী ১৩ জানুয়ারি চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলে সামিল হবেন বলেও তিনি জানিয়েছেন।