BJP MP Arjun Singh: ‘মুখ্যমন্ত্রী ডাকলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করব’, হঠাৎ বোলবদল অর্জুনের
BJP MP Arjun Singh: সময়টা ভালো যাচ্ছে না বিজেপির। এবার একেবারে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বিজেপি সাংসদ অর্জুন সিংকে।
এদিকে অর্জুনের বেফাঁস মন্তব্য নিয়ে খানিক সাবধানী মন্তব্য করতে দেখা যায় বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP’s All India Co-president Dilip Ghosh)। দিলীপ বলেন, “চট শিল্প নিয়ে যে কেউ কথা বলতে পারেন। কেন্দ্রে এটা নিয়ে একাধিকবার কথাও হয়েছে। কেন্দ্র সরকার সেই বিষয়ে কিছু পদক্ষেপও নিয়েছে। কিন্তু দুই সরকার মিলিত ভাবে প্রয়াস না করলে তার লাভ পাওয়া যায় না। এই ক্ষেত্রে বাংলার সমস্যা তো রয়েছে”।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ (CPIM Leader Shatarup Ghosh) বলেন, “পাট চাষিদের দুরবস্থার থেকে অর্জুন সিংয়ের নিজের দুরবস্থা, বিজেপির দুরবস্থা অনেক বেশি। এই বক্তব্যের মধ্য দিয়ে সেটাই বোঝা যাচ্ছে। কারণ যখন এই মানুষগুলিই ভোটের আগে বিজেপি ছেড়ে তৃমমূলে যাচ্ছিল তখনই আমরা বলেছিলাম, যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তবে গোটা তৃণমূল রাজ্যে বিজেপি হয়ে যাবে। আর যদি তৃণমূল ক্ষমতায় থেকে যায় তাহলে গোটা বিজেপি তৃণমূল হয়ে যাবে। আমরা যে কথাটা ভুল বলেনি তা ভোটের পর বারেবারেই প্রমাণ পাওয়া গিয়েছে। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী থেকে শুরু করে, একের পর এক বিজেপি নেতা তৃণমূলে ফিরেছেন”।
আরও পড়ুন- খুন নয় প্রমাণে মরিয়া তদন্তকারীরা! সিটের রিপোর্টে হাইকোর্টে ক্ষোভ প্রকাশ আনিসের পরিবারের