R G Kar Medical College: ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু আরজিকরে, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

R G Kar Medical College: বুধবার গভীর রাতে জরুরি বিভাগে ওই ছাত্রকে ভর্তি করানো হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেডিসিনে। মেডিসিন থেকে ফের তাঁকে স্থানান্তরিত করা হয় সিসিইউয়ে।

R G Kar Medical College: ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু আরজিকরে, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
শুভ্রজ্যোতি দাসImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 1:29 AM

কলকাতা: একদিকে যখন স্বপ্নদীপের মৃত্যুতে উত্তাল যাদবপুর তখন ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর কথা শোনা যাচ্ছে আরজিকরে। মৃত ছাত্রের নাম শুভ্রজ্যোতি দাস। তিনি ডাক্তারির পড়ুয়া ছিলেন বলে জানা যাচ্ছে। চলছিল ইন্টার্নশিপ। আরজিকর (R G Kar Medical College) সূত্রে খবর, ওষুধের প্রতিক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। যদিও আসল কারণ নিয়ে এখনও রয়েছে রীতিমতো ধোঁয়াশা। 

সূত্রের খবর, বুধবার গভীর রাতে জরুরি বিভাগে ওই ছাত্রকে ভর্তি করানো হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেডিসিনে। মেডিসিন থেকে ফের তাঁকে স্থানান্তরিত করা হয় সিসিইউয়ে। সিসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া তার পরিবারে। শোকস্তব্ধ বন্ধু-বান্ধবরাও। কিন্তু, কীভাবে কোন ওষুধের বিক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ল শুভ্রজ্যোতি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কূন্ডুর মৃত্যুতে জোরকদমে তদন্ত করছে পুলিশ। মাঠে নেমেছেন লালবাজারের গোয়েন্দারা। শুক্রবার সন্ধ্যায় সৌরভ চৌধুরী নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ।