ED Raid Live Updates: সুজিতের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির টিম

Abdul Aziz | Edited By: সোমনাথ মিত্র

Feb 26, 2024 | 11:27 AM

ED Raid Live Updates: আবারও দুর্নীতির তদন্তে ইডি। একটি নয়, একাধিক টিম বেরিয়েছে শুক্রবার সকালে। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালানো হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

ED Raid Live Updates: সুজিতের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির টিম
শ্রীভূমি থেকে বেরল ইডি
Image Credit source: TV9 Bangla

Follow Us

গত শুক্রবার সন্দেশখালির ঘটনার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। ফের শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। শুক্রবার ভোরের আলো ফোটা আগেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি-র টিম। একাধিক গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। পুর নিয়োগ দুর্নীতিতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Jan 2024 08:46 PM (IST)

    ১৪ ঘণ্টা পর সুজিতের বাড়ি থেকে বেরল ইডির টিম

    সকাল থেকে চলছিল তল্লাশি। এমনকি, সুজিত বসুর ছেলেকে নিয়ে অন্য একটি ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। শেষমেশ ১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গেল ইডির টিম। কিন্তু, তাঁর বাড়ি থেকে কী নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা এখনও জানা যায়নি।

  • 12 Jan 2024 08:36 PM (IST)

    ভিড় বাড়ছে সুজিতের বাড়ির সামনে, তৎপর বাহিনীও

    মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়িতে সকাল থেকে টানা অভিযান চালাচ্ছে ইডি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কয়েকজন ইডি অফিসার বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ভিতরে এখনও রয়েছেন ইডির অফিসাররা। প্রায় ১৩ ঘণ্টা অতিক্রান্ত। ইডি সূত্রে খবর, অভিযান প্রায় শেষ পর্যায়ে। এদিকে রাত বাড়তেই সুজিত বসুর বাড়ির সামনে অনুগামীদের ভিড় জমতে শুরু করেছে। মন্ত্রীর বাড়ির বাইরে তৎপর রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।


  • 12 Jan 2024 06:26 PM (IST)

    ম্যারাথন অভিযান শেষে তাপস রায়ের বাড়ি ছাড়ল ইডি

    তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকেও বেরলেন ইডির অফিসাররা। কিছু আগেই শ্রীভূমিতে সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। এবার ম্যারাথন অভিযান শেষে তাপস রায়ের বাড়ি থেকেও বেরল ইডি।

  • 12 Jan 2024 05:43 PM (IST)

    সাড়ে ১০ ঘণ্টা পর ইডির কয়েকজন অফিসার বেরলেন শ্রীভূমি থেকে

    সাড়ে ১০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি পর শ্রীভূমিতে সুজিত বসুর বাড়ি থেকে বেরলেন কয়েকজন ইডি অফিসার। বিকেল সাড়ে পাঁচটার কিছু পরে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরোন তাঁরা। তবে ভিতরে এখনও বেশ কয়েকজন অফিসার রয়েছেন। আছে কেন্দ্রীয় বাহিনীও।

  • 12 Jan 2024 04:36 PM (IST)

    ‘অন্নদাতাকে এভাবে ছিনিয়ে নিয়ে যেতে দেব না আমরা….’

    সাতসকালে ‘দাদা’র বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। ঝড়ের গতিতে খবর চাউর হয়েছে শ্রীভূমিতে। এখন এলাকায় থিকথিকে ভিড়। হ্যাঁ, সকলেই যে তৃণমূল কর্মী সমর্থক, তা নন। তাঁদের বক্তব্য, তাঁরা দাদার অনুগামী। আজ, তাঁদের ভগবানের অন্নদাতার বিপদ, তাই সেখানে চলে এসেছেন।

    বিস্তারিত পড়ুন: ‘অন্নদাতাকে এভাবে ছিনিয়ে নিয়ে যেতে দেব না আমরা….’ গর্জে উঠল শ্রীভূমি, কী ঘটছে সেখানে?

  • 12 Jan 2024 04:21 PM (IST)

    সাড়ে ৯ ঘণ্টা পার, মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী

    সুজিতের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা

    সুজিতবাবুর ছেলেকে বাড়ি থেকে বের করে শ্রীভূমি ক্লাবের সামনে একটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৯ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত এখনও ইডির টিম রয়েছে মন্ত্রীর বাড়ির ভিতরে। গোটা বাড়ি ঘিরে রেখেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

  • 12 Jan 2024 03:22 PM (IST)

    বেলা বাড়তেই তাপস-সুজিতের বাড়িতে এল প্রিন্টার-স্ক্যানার

    সুজিত বসুর বাড়িতেও স্ক্যানার-প্রিন্টার আনল ইডি

    সকাল থেকে তাপস রায়, সুজিত বসুদের বাড়িতে চলছে ইডির অভিযান। বেলা গড়িয়ে দুপুর হতেই তাপস রায়ের বাড়িতে প্রিন্টার ও স্ক্যানার নিয়ে এল ইডি। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী সুজিত রায়ের বাড়িতেও একটি ব্য়াগে করে প্রিন্টার, স্ক্যানার নিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • 12 Jan 2024 02:31 PM (IST)

    কোন পথে হয়েছে পুর-নিয়োগ দুর্নীতি?

    এজেন্সি গুলি শুধুমাত্র আইওয়াশের জন্য একটা পরীক্ষা নিত, অযোগ্য প্রার্থীরা নিয়োগের মেধা তালিকায় স্থান পেয়ে যেত, এমনই অভিযোগই সামনে আসে। সে ক্ষেত্রে ৪ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হত বলে অভিযোগ। শাসকদলের নেতাদের পকেটেও সেই টাকার ৩০-৩৫ শতাংশ যেত বলে দাবি তদন্তকারীদের।

    বিস্তারিত পড়ুন: সুজিত-তাপসের বাড়িতে ED, জেনে নিন কী এই পুরসভার ‘দুর্নীতি’?

  • 12 Jan 2024 01:50 PM (IST)

    তাপসের বাড়িতে ইডি, শুনে সুদীপ বললেন…

    পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দুই হেভিওয়েট নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। একদিকে শ্রীভূমিতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছে। অন্যদিকে বরানগরের বিধায়ক তাপস রায়ের বৌবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাপসের বাড়িতে যখন ইডির আধিকারিক, তখন স্বামী বিবেকানন্দর জন্মদিবসে তাঁর জন্মভিটায় উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।  সবিস্তারে পড়ুন: তাপসের বাড়িতে ইডি, শুনে সুদীপ বললেন, ‘বিবেকানন্দের কাছে প্রণাম জানাতে এসেছি’

  • 12 Jan 2024 12:24 PM (IST)

    তাপস রায়ের সঙ্গে কোন দুর্নীতির যোগ?

    প্রতিবেশীরাও বিশ্বাস করতে পারেন না যে তাপস রায়ের সঙ্গে কোনও দুর্নীতির যোগ থাকতে পারে। আপাতভাবে স্বচ্ছ ভাবমূর্তিই রয়েছে তাপসের। তারপরও কী এমন হল?

    বিস্তারিত পড়ুন: হঠাৎ কী এমন হল, ‘স্বচ্ছ ভাবমূর্তির’ তাপস রায়ের বাড়িতে ছুটল ED

  • 12 Jan 2024 11:46 AM (IST)

    কাঁদানে গ্যাস-ঢাল নিয়ে ময়দানে নেমেছে সিআরপিএফ

    সন্দেশখালিতে নজিরবিহীনভাবে আক্রমণ করা হয়েছিল ইডি ও সিআরপিএফ-কে। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও কার্যত এলাকা ছাড়তে হয়েছিল সিআরপিএফ জওয়ানদের। ইডি অফিসারদেরও সুরক্ষা দেওয়া সম্ভব হয়নি।  ঘটনার পর সাত দিন কেটেছে। এবার কার্যত বদলে গেল সিআরপিএফ-এর সাজসজ্জা।

    বিস্তারিত পড়ুন: সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে ‘ফুল’ রণসজ্জায় সুজিত-তাপসদের বাড়িতে CRPF

    সিআরপিএফ

  • 12 Jan 2024 09:30 AM (IST)

    সন্দেশখালি-কাণ্ডের জের, লাঠি-ঢাল নিয়ে ময়দানে সিআরপিএফ

    সন্দেশখালির জের। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বেড়েছে আগেই। শুক্রবারের অভিযানে দেখা গেল, সজ্জায় এসেছে পরিবর্তন। কোনও লিখিত নির্দেশ না এলেও, রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে নিজেরাই আরও সতর্ক হল সিআরপিএফ।বাহিনীকে মৌখিকভাবে বলা হয়েছে, অভিযানে গেলে হেলমেট ব্যবহার করতে হবে। হাতে রাখতে হবে লাঠি। প্রয়োজনে ঢাল সঙ্গে নিয়েই পাহারা দিতে হবে। ঠিক সেভাবেই এদিন কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল সুজিত বসু বা তাপস রায়ের বাড়ির সামনে।

  • 12 Jan 2024 08:16 AM (IST)

    তাপস রায়ের বাড়িতে হাজির ইডি

    আগে কখনও দুর্নীতি মামলায় যোগ থাকা কথা শোনা যায়নি তাপস রায় সম্পর্কে। তবে শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ তাঁর বাড়িতেও পৌঁছে যায় ইডি।

    বিস্তারিত পড়ুন: ED-র নজরে বিধায়ক তাপস রায়, বউবাজারের বাড়িতে অভিযান

  • 12 Jan 2024 07:34 AM (IST)

    দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি

    পুর দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। সকালেই তারা পৌঁছে গিয়েছে মন্ত্রী তথা হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়ির দরজায়। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর দরজা খুলে দেওয়া হয় তাদের।

    বিস্তারিত পড়ুন: সাত সকালে সুজিত বসুর বাড়িতে হাজির ED

    সুজিত বসুর বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী

  • 12 Jan 2024 07:30 AM (IST)

    দমদমে সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি

    শুক্রবার সকালে সবথেকে আগে ইডি-র একটি টিম পৌঁছে যায় উত্তর দমদম পুরসভা এলাকা। ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। একে একে ভিতরে প্রবেশ করেন তাঁরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেও কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছে সুবোধ চক্রবর্তীকে। এবার তাঁর বাড়িতে হাজির ইডি।