ED Raid-Tapas Roy: ED-র নজরে বিধায়ক তাপস রায়, বউবাজারের বাড়িতে অভিযান

ED Raid-Tapas Roy: একদিকে সুজিত বসু বাড়িতে চলছে তল্লাশি। অন্যদিকে, উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছেছে ইডি। সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নির্দেশ মেনে হেলমেট সহ যাবতীয় সুরক্ষা বিধি মেনেই ময়দানে নেমেছে সিআরপিএফ।

ED Raid-Tapas Roy: ED-র নজরে বিধায়ক তাপস রায়, বউবাজারের বাড়িতে অভিযান
তাপস রায়ের বাড়িতে হাজির ইডিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 8:13 AM

কলকাতা: শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট। একদিকে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হাজির হয়েছ ইডি, অন্যদিকে বউ বাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও উপস্থিত হয়েছে একটি টিম। বিধায়কের বাড়ির দু দিকের দরজাই বন্ধ রাখা হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রবেশ করতে পারেন ইডি আধিকারিকরা। পরে গেট খুলে দেওয়া হয়। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওই বাড়িতে শুধুমাত্র তাপস রায় থাকেন না, রয়েছেন আরও অনেক আবাসিকও। সেই বাড়িতেই প্রবেশ করেছেন ইডি-র অফিসাররা।

বর্তমানে বরানগরের বিধায়ক তাপস রায়। শুধু তাই নয়, তিনি শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। তবে এর আগে কখনও কোনও দুর্নীতি মামলায় নাম জড়ায়নি তাঁর। কখনও তল্লাশি বা জিজ্ঞাসাবাদও চালানো হয়নি কোনও কেন্দ্রীয় সংস্থার তরফে। আচমকা কেন তাপস রায়ের বাড়িতে এভাবে অভিযান চালানো হচ্ছে, তা স্পষ্ট এখনও। তবে ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর। এদিন দেখা যায় বাড়ির বাইরে এলাকার মানুষজন জড় হতে থাকেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

এদিন সুজিত বসুর বাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তাঁর সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় সংস্থার। দুই বিধায়কের বাড়িতেই এদিন উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে চলে যায় তারা।