Vande Bharat Sleeper: উত্তরপাড়ায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার, টিটাগড় রেল সিস্টেমের বড় প্রাপ্তি
Vande Bharat Sleeper: রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে সব আধুনিক ব্যবস্থা। নজর দেওয়া হয়েছে সুরক্ষা থেকে স্বাচ্ছন্দ্য- সব ক্ষেত্রেই।

কলকাতা: বন্দে ভারত ট্রেনে জনপ্রিয়তা সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। দেশের একাধিক রুটে প্রতিনিয়ত ছুটছে বন্দে ভারত। আর এবার বন্দে ভারত স্লিপার ট্রেনের অপেক্ষায় রয়েছে দেশ। আরামদায়কভাবে দূরপাল্লার ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার ট্রেন হতে চলেছে রেলযাত্রীদের অন্যতম পছন্দের। আর সেই ট্রেন তৈরি হবে বাংলায়। শুরু হয়ে গেল প্রস্তুতি।
টিটাগড় রেল সিস্টেম লিমিটেড (TRSL) ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) শুধুমাত্র বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির জন্য বিশেষ প্রোডাকশন লাইন তৈরি করেছে। হুগলির উত্তরপাড়ায় সেই প্রোডাকশন লাইনের উদ্বোধন করা হয়েছে সম্প্রতি।
ভারতীয় রেলের তরফে ৮০টি বন্দে ভারতট স্লিপার ট্রেন তৈরি ও ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে টিটাগড় রেল সিস্টেম ও ভেল-কে। তারপরই এই প্রোডাকশন লাইন তৈরি করা হল।
উত্তরপাড়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজ। আগামী বছর অর্থাৎ ২০২৬-এ প্রথম ট্রেন সম্পূর্ণ তৈরি হওয়ার কথা। অনেকেই জানেন না, এটি হল দেশের একমাত্র কারখানা, যেখানে একই ছাদের তলায় অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিলের কোচ তৈরি হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে সব আধুনিক ব্যবস্থা। নজর দেওয়া হয়েছে সুরক্ষা থেকে স্বাচ্ছন্দ্য- সব ক্ষেত্রেই।
টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরী বলেন, আত্মনির্ভর ভারতের এক প্রকৃষ্ট উদাহরণ হতে চলেছে এই বন্দে ভারত স্লিপার। তিনি জানিয়েছেন, বর্তমানে এক বছরে ৩০০ কোচ তৈরির ক্ষমতা রাখে টিটাগড় রেল সিস্টেম। এই অঙ্কটা বাড়িয়ে ৮৫০ করা হবে বলে জানিয়েছেন তিনি।
