Firhad Attacks Selim: ‘ইন্ডিয়া জোট ভাঙতে চাইছেন’, সেলিমকে ‘মীরজাফর’ খোঁচা ফিরহাদের
Firhad Attacks Selim: কংগ্রেসকে খোঁচা দিয়ে সেলিম বলেছেন, “কংগ্রেসকে বুঝতে হবে, যদি ২০১১ সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিয়ে যাওয়ার।” তাঁর এ মন্তব্য নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।
কলকাতা: “ইন্ডিয়া জোট ভাঙতে চাইছেন। চক্রান্ত করছেন। উনি মীরজাফরের কাজ করছেন।” সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে এ ভাষাতেই বেনজির আক্রমণ করে বসলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করতে দেখা যায় সেলিমকে। বলেন, “স্পেশ্যাল প্লেন নিয়ে ভোরের অন্ধকারে রাহুল গান্ধীর ঘরে চলে গেলেন অভিষেক। রাহুল গান্ধীর পা ধরে বলছে দাদা আমাকে বাঁচাও।” একইসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, “কংগ্রেসকে বুঝতে হবে, যদি ২০১১ সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিয়ে যাওয়ার।” তাঁর এই মন্তব্য নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। পাল্টা আক্রমণ শানাতে আসরে নেমে পড়েছেন ফিরহাদ।
সিপিএমকে খোঁচা দিয়ে ফিরহাদ বলেন, “সেলিম সাহেব কংগ্রেস সম্পর্কে অনেক কথাই বললেন। কিন্তু সেলিম সাহেব কি দলের রাজ্য সম্পাদক হিসেবে ইয়েচুরি সাহেবকে একবারের জন্যেও চোরদের সঙ্গে এক মঞ্চে না থাকার আবেদন করেছেন?”
এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট। সলতে পাকানোর কাজটা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিজেপির বিজয়রথ রুখতে বিরোধীরা তৈরি করে ফেলেছে ইন্ডিয়া জোট। যেখানে আবার এক মঞ্চে রয়েছে সিপিআইএম, তৃণমূলের মতো দল। এমতাবস্থায়, ইন্ডিয়া জোটের দুই শরিকের পরস্পরের বিরুদ্ধে এই বিস্ফোরক বক্তব্যে রীতিমতো প্রশ্ন উঠল জোটের ভবিষ্যৎ নিয়ে।