AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBPDCL: সবাইকে পিছনে ফেলে এগিয়ে বাংলা, বিদ্যুৎ উৎপাদনে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র

WBPDCL: ২০২২-২৩ অর্থবর্ষের সেরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির মধ্যেও প্রথম স্থানে রয়েছে রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।

WBPDCL: সবাইকে পিছনে ফেলে এগিয়ে বাংলা, বিদ্যুৎ উৎপাদনে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র
ফের সেরার স্বীকৃতি
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 9:40 PM
Share

কলকাতা: আবারও কেন্দ্রের থেকে সেরার স্বীকৃতি পেল রাজ্য। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে বেস্ট পারফর্মিং সংস্থার স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে যতগুলি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে সেরার তকমা পেল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবার সেই তালিকায় সেরার শিরোপা পেল এল রাজ্যে। ২০২২-২৩ অর্থবর্ষের সেরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির মধ্যেও প্রথম স্থানে রয়েছে রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।

শুধু বক্রেশ্বরই নয়, সেরার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির তালিকায় দ্বিতীয় ও পঞ্চম স্থানেও রয়েছে বাংলা। দ্বিতীয় স্থানে রয়েছে সাওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পঞ্চম স্থানে রয়েছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলার এই স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে বাংলার এই সেরার শিরোপার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, এটি রাজ্যের জন্য এক বিরাট গর্বের বিষয়।

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশার বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। তারও পরে রয়েছে এনটিপিসি বা ডিভিসির মতো সংস্থাগুলি। বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির থেকেও অনেকটা এগিয়ে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা।

প্রসঙ্গত, ডাব্লিউবিপিডিসিএল গত দুই বছরে ৩১.৮৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা প্রায় ৩৫ শতাংশ বেশি। লাভও বেড়েছে সংস্থার। প্রায় তিন গুণ মুনাফা বেড়েছে।