Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: একশোবার বিভাজন করব, ৭০ শতাংশের বেশি হিন্দু এখানে আছে: দিলীপ ঘোষ

Dilip Ghosh: দিলীপের এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর-বিতর্ক। এদিকে ইতিমধ্যেই হিন্দুত্বের লাইনে হেঁটে সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বলছেন, ছাব্বিশে হিন্দু সরকার হবে।

Dilip Ghosh: একশোবার বিভাজন করব, ৭০ শতাংশের বেশি হিন্দু এখানে আছে: দিলীপ ঘোষ
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 12:35 PM

কলকাতা: সংখ্যালঘু ভোট নিয়ে এবার চাঁচাছোলা মন্তব্য দিলীপ ঘোষের। “তৃণমূল সংখ্যালঘুদের উপকার করে না। এ রাজ্যে বেশিরভাগ সংখ্য়ালঘু পিছিয়ে রয়েছেন।” এ ভাষাতেই কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর ‘সেভ হিন্দু’ আন্দোলনকেও সমর্থন দিলীপ ঘোষের। সাফ বলছে, “একশোবার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে। কারণ ৭০ শতাংশের বেশি হিন্দু এখনও এখানে আছে।”

এই ইস্যুতেই বারবার সুর চড়াতে দেখা গেল তাঁকে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে স্পষ্ট বললেন, “কেউ যদি নো ভোট টু বিজেপি বলতে পারে, তাহলে আমাদের আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? হিন্দুদের আজকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলমানদেরও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। কারণ মুসলমানদের ক্রিমিনাল বানিয়েছে টিএমসি। সিপিএম, কংগ্রেসও করেছে। গরিব, অশিক্ষিত বানিয়েছে।” এথানেই না থেমে তিনি আরও বলেন, “আমাদের মুসলমানদের ভোটের দরকার নেই। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম অসমে আছে। আমরা সেখানে দু’বার ক্ষমতায় এসেছি। কিন্তু, এখন এখানে মুসলমানদের নিজেদের কথা ভাবার দিন এসেছে।”    

দিলীপের এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর-বিতর্ক। এদিকে ইতিমধ্যেই হিন্দুত্বের লাইনে হেঁটে সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বলছেন, ছাব্বিশে হিন্দু সরকার হবে। অন্যদিকে একই লাইনে হেঁটে সুর চড়াতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকেও। একদিন আগেই তিনি বলেন, “ছাব্বিশের ভোটে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপাকে পড়বেন। ৯ শতাংশ হিন্দু এখনও ভোট দেন না। তাঁরা ভোট দিন। আসন্ন নির্বাচনে আমরা জিততে না পারলে হিন্দু বাঙালিদের জন্য খুবই কষ্টের দিন আসবে।”