Weather: বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের আশঙ্কা, হিমেল পরশেও ঝরতে পারে ঘাম

Kolkata: উত্তর-পশ্চিমী হাওয়ার জেরে হেমন্তের শিরশিরানি বেশ অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে দ্রুত নামছে পারদ। পিছিয়ে নেই দক্ষিণও। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ায়। সেখানে  তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস

Weather: বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের আশঙ্কা, হিমেল পরশেও ঝরতে পারে ঘাম
ফের কমবে তাপমাত্রা ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 5:12 PM

কলকাতা: অক্টোবরের গোড়ায় বর্ষার দাপটে নাকাল হয়েছিল রাজ্য। ফের বঙ্গশিয়রে আরও একটি ঘূর্ণাবর্তের আশঙ্কা দেখা গিয়েছে। আসন্ন ঘূর্ণাবর্তের জেরে হিমেল হাওয়াতেও ঝরতে পারে ঘাম। বাড়তে পারে তাপমাত্রা। অন্তত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১০ নভেম্বরের পরেই সক্রিয় হতে পারে এই ঘূর্ণাবর্ত। তবে, বঙ্গে এর জেরে এখনই বৃষ্টিপাত হবে কি না তা স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। তবে, ওই ঘূর্ণাবর্ত তামিলনাড়ুর অভিমুখে হওয়ায় এখনই বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ  উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব মধ্য আরব সাগরের দিকে যাবে। এটি শক্তি বাড়িয়ে  উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং ঘূর্ণাবর্ত রয়েছে মহারাষ্ট্র উপকূলে।

এদিকে, এই ঘূর্ণাবর্তের জেরে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে আগামী ১০ তারিখের পর বেশ কিছুদিন হিমেল পরশ নয়, বরং ঝরতে পারে ঘাম। বাড়তে পারে তাপমাত্রাও। তবে আবহবিদেরা বলছেন, পারদ পতন মানেই শীত হাজির হওয়া নয়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত হাজির হতে এখনও যথেষ্ট দেরী রয়েছে।

উত্তর-পশ্চিমী হাওয়ার জেরে হেমন্তের শিরশিরানি বেশ অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে দ্রুত নামছে পারদ। পিছিয়ে নেই দক্ষিণও। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ায়। সেখানে  তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, শেষ পাঁচ বছরে নভেম্বরের গোড়াতে প্রথম এবছর পারদ এত নীচে নামল কলকাতায়।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দিন পাঁচেক রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জেলাগুলিতে ভোর বেলা হিমের পরশও মিলবে। এতদিন বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায় উত্তুরে হাওয়া বাধাহীনভাবেই পূর্বে  আসতে পেরেছে। তারফলেই দ্রুত তাপমাত্রা নামছে।

পুরুলিয়ায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। পানাগড় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ১৭ ডিগ্রি সেলসিয়াস।  বহরমপুর ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দীঘা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস । ক্যানিং ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

দার্জিলিঙে রাতের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে ৭.৯ ডিগ্রি। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল  আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট ও বাড়বে।

কলকাতায় আজ থাকবে পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে । সকালের দিকে মনোরম পরিবেশ। এরকমই পরিবেশ থাকবে আগামী কয়েকদিন। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।

আরও পড়ুন: TMC-ISF Clash: মুড়িমুড়কির মতো ইটবৃষ্টি, ভাঙড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!