Weather Update: জারি কমলা সতর্কতা, এই এই জেলাগুলিতে তেড়ে বৃষ্টি
Latest Weather Update: আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ছ'জেলায় তাপপ্রবাহ চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমানে এই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

সৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: এপ্রিল মাসে মোটামুটি আরামদায়ক আবহাওয়াই ছিল। গরমের তেজ ততটাও বুঝতে পারেনি বঙ্গবাসী। তবে মে মাসের শুরু থেকেই একচ্ছত্র দাপট চালিয়ে যাচ্ছে গরম। বাইরে বেরলেই রোদে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। হাতে ছাতা আর রোদ চশমা ছাড়া বেরনো দায়। বাইরে একবার বেরলেই কার্যত জ্বলে যাচ্ছেন সকলে। এই আবহের মধ্যেও দুঃখের খবর আরও দু’থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ছ’জেলায় তাপপ্রবাহ চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমানে এই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বাদবাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে আজ। উত্তরবঙ্গের মালদাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। হাওড়া-কলকাতাতেও গরম অস্বস্তি বজায় থাকবে।
তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এমন থাকলেও, খানিকটা স্বস্তি পাবে উত্তরবঙ্গের জেলাগুলি। জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। কোথাও ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। এই তিন জেলায় কমলা সতর্কতা দিলেও, বাকি উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে।





