Weather Update : দক্ষিণের সব জেলায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস

Rain Forecast: রাজ্যের আবহাওয়া কলকাতাবাসীর জন্য বর্তমানে মোটেও খুব একটা সুখকর নয়। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিকে কার্যত হাপিত্যেশ করতে হচ্ছে একটু বৃষ্টির জন্য।

Weather Update : দক্ষিণের সব জেলায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস

| Edited By: Soumya Saha

Apr 10, 2022 | 5:49 PM

কলকাতা : রাজ্যের আবহাওয়া কলকাতাবাসীর জন্য বর্তমানে মোটেও খুব একটা সুখকর নয়। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিকে কার্যত হাপিত্যেশ করতে হচ্ছে একটু বৃষ্টির জন্য। চৈত্রের চাঁদিফাটা রোদ্দুর থেকে একটু নিস্তার চাইছে দক্ষিণে জেলাগুলি। বৃষ্টির দেখা কবে মিলবে? সেই অপেক্ষাতেই বসে কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া অফিস থেকে কী বলছে? বৃষ্টির দেখা কি মিলবে? হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিন প্রধানত শুষ্কই থাকবে আবহাওয়া। সেই সঙ্গে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলাতে আগামী ৪৮ ঘণ্টায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার ১৩ এপ্রিল (বুধবার) মুর্শিদাবাদ ও বীরভূম, এই দুটি জেলাতে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলি বাদে বাকি জেলাগুলিতে তাপমাত্রা যেমন আছে তেমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কিছুদিন আগেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে গিয়েছিল। সেই সঙ্গে তাপ প্রবাহেরও সতর্কতা জারি করা হয়েছিল পশ্চিমের জেলাগুলিতে। তবে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। চৈত্রের নাজেহাল করা গরম থেকে কিছুটা কি স্বস্তি মিলবে বৃষ্টিতে?  অপেক্ষায় দক্ষিণের জেলাগুলি।

আরও পড়ুন : Kunal-Firhad: ‘জানি মন্ত্রী নই, মনে করাতে হবে না’, পার্থ-বিতর্কে ফিরহাদকেও বিঁধলেন কুণাল

আরও পড়ুন : CPIM Party Congress: সম্পাদক ইয়েচুরিই, পলিটব্যুরোয় বিমানের জায়গায় রামচন্দ্র, বঙ্গে দলিত-আদিবাসী মুখে জোর দিতে কেন্দ্রীয় কমিটিতে দেবলীনা!