Weather update: কলকাতায় কত বেগে বইবে হাওয়া? সাইক্লোনের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?
Cyclone Sitrang: যদিও সিত্রাং বাংলাদেশের দিকে এগোচ্ছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে, রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতা : শনিবারের সকালেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ। প্রতিবেদনটি লেখার সময় সাগরদ্বীপ থেকে সেই নিম্নচাপের দূরত্ব ১৪৬০ কিলোমিটার। নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও, এ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২৪ ও ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনায়। এছাড়া ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৫ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে, তবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায়। সোমবার ও মঙ্গলবার, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
সোমবার দুই ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বেড়ে হতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। ২৫ তারিখ দুই ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ বেড়ে হবে ৮০ থেকে ৯০ কিলোমিটার, পূর্ব মেদিনীপুরে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।
মৎস্যজীবীদের রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা গিয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে ফেরি সার্ভিসও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে আটটায় নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান দ্বীপ থেকে পশ্চিম দিকে বিরাজ করছে সেই নিম্নচাপ, যার বর্তমান অবস্থান পোর্ট প্লেয়ার থেকে ১১০ কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে ১৪৬০ কিলোমিটার দূরে। বরিশাল থেকে ১১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই সিস্টেমের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে।