AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather: কাশ্মীরের থেকেও ঠান্ডা কলকাতায়, ১৩৩ বছর পর এ কী ঘটল…

Weather: গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলেছে। দফায় দফায় বৃষ্টিও হয়েছে বিভিন্ন জায়গায়। সন্ধ্যার পর একাধিক জেলায় বইছে ঝড়ো হাওয়া।

Weather: কাশ্মীরের থেকেও ঠান্ডা কলকাতায়, ১৩৩ বছর পর এ কী ঘটল...
| Edited By: | Updated on: May 24, 2025 | 2:28 PM
Share

কলকাতা: বরফঘেরা উপত্যকায় দরদর করে ঘামছে মানুষ! সদ্য ভারত-পাক সংঘাত শেষ হয়েছে। শান্ত হয়েছে ভূস্বর্গের পরিবেশ। আর এবার নতুন অস্বস্তিতে কাশ্মীরের মানুষ। তাপমাত্রা তো বাড়ছেই। সঙ্গে শুরু হয়েছে হিটওয়েভ বা তাপপ্রবাহ। এমনকী গরমে কলকাতাকেও ছাপিয়ে যাচ্ছে কাশ্মীর! শুক্রবারের তাপমাত্রা তো সে কথাই বলছে।

গত কয়েকদিন ধরেই ভূস্বর্গে চলছে তাপপ্রবাহ। তাপমাত্রাও ৩০-এর উপরেই ঘোরাফেরা করছে। তবে শুক্রবার মাত্রা ছাড়িয়ে যায় গরম। এদিন শ্রীনগরের তাপমাত্রা পৌঁছয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। ১৩৩ বছরে মে মাসে এটা ছিল শ্রীনগরের তৃতীয় উষ্ণতম দিন।

শুক্রবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৮ ডিগ্রি বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে স্থানীয় বাসিন্দারা ঠিক কতটা অস্বস্তিতে ছিলেন। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

এবার সেই অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলবে বলে জানা যাচ্ছে। কাশ্মীরের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সেখানেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আপাতত রবিবার, সোমবার বেশিই থাকবে গরম। আবহাওয়া থাকবে শুষ্ক। আর ২৯ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেখানে।