সোয়েটার, মাফলারে মুড়বে বাংলা, আগামিকাল থেকেই নামবে পারদ

দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম ভারতের এই শীতল হাওয়াই মদত দেবে বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনায়।

সোয়েটার, মাফলারে মুড়বে বাংলা, আগামিকাল থেকেই নামবে পারদ
দুর্যোগ কাটলেই আসতে পারে শীত, ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Dec 17, 2020 | 8:56 AM

কলকাতা: অবশেষে শীতের (Winter) আগমন হতে পারে এই সপ্তাহান্তেই। শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার ব্যাটিং শুরু হবে বলে মনে করছে আবহাওয়া (Weather) দফতর। রাত থেকেই নামবে তাপমাত্রার পারদ। ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। আর এর হাত ধরেই শনিবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেও সে অর্থে ঠান্ডা নেই। সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই সেই ভাব উধাও। গত সপ্তাহে টানা কুয়াশার দাপট থাকলেও এ সপ্তাহে সেটাও অনেকটাই কমেছে। আবহাওয়া দফতর বলছে, শুক্রবার থেকে পরিস্থিতিতে আরও খানিকটা বদল আসবে। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ভালই নামবে। ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ‘মাথা গরম করিস না, আমি আসছি’, জিতেন্দ্রকে মমতা

বৃহস্পতিবার সকাল থেকে হালকা কুয়াশা থাকলেও পরের দিকে আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবারের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ।

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় চিতাবাঘের কামড়ে আহত রেঞ্জার-সহ ৪ বাসিন্দা, মারা হল গুলি করে

উত্তর পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে। মধ্য ভারতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম ভারতের এই শীতল হাওয়াই মদত দেবে বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনায়।