কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও বইছে ঝোড়ো বাতাস। কলকাতাতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শুক্রবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবুও বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। এদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীও।
উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস। হতে পারে শিলা বৃষ্টি।
কলকাতায় আজ আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আর বিকেল বা সন্ধ্যার দিকে দমকা হাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলবে। অসম মেঘালয়, অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। দিল্লি, হরিয়ানা, পঞ্জাব-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহ কমবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা কমবে। তাপপ্রবাহ জারি থাকবে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড,রাজস্থান-সহ গুজরাটের কিছু অংশে।