আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঝড়! সতর্কতা কলকাতায়
পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)।
কলকাতা: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)। বৃষ্টি হবে সুন্দরবন এলাকাতেও।
রবিবার কালবৈশাখীর পর তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তার আগে পর্যন্ত ভ্যাপসা গরম আর রোদে নাকাল হতে হচ্ছিল বঙ্গবাসীকে। প্রত্যেক দিনই পারদ পৌঁছাচ্ছিল চল্লিশের কোঠায়। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এ বছর রেকর্ড গরমের সাক্ষী থাকবে বাংলা।
আরও পড়ুন: সিরিয়াল নং ৪! আবারও একই কায়দায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাথার পিছনে একাধিক আঘাত
রবিবার বৃষ্টিতে ভিজেছিল কলকাতা, শহরতলি, হাওড়া, বর্ধমান। শহরে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড় হয়। কলকাতার প্রথম কালবৈশাখীর স্বাদ পায় জেলাগুলিও। কালবৈশাখীর প্রথম ধাক্কাটা লাগে বোলপুরে। ঝড়ের তাণ্ডবে বোলপুরে বেশ কয়েক জায়গায় গাছ উপড়ে পড়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ খানিকটা মেঘলা থাকবে। তাপমাত্রা একটু হলেও কমবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬- ৩৭ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকবে।