AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Christmas Weather Update: ভাল ঠেকছে না আবহাওয়ার ভাবগতিক, বড়দিনের মজা দফারফা

Weather Update: গত কয়েকদিনে শীতের সেই দাপট আর টের পাওয়া যাচ্ছে না। রাতে লেপ-কম্বল গায়ে চাপিয়ে অনেকে আবার বিরক্তও বোধ করছেন। এদিকে কম্বল না চাপালেও আবার ঠান্ডা। আবহাওয়ার যা ভাব-গতিক, তাতে বড়দিনের আগেই শীতের দফারফা হতে চলছে। এবার তো স্বাভাবিকের থেকে উপরে উঠে গেল রাতের তাপমাত্রা।

| Edited By: | Updated on: Dec 22, 2023 | 10:38 AM
Share

কলকাতা: স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং করেই কি উইকেট পড়তে চলছে শীতের? ডিসেম্বরের অকাল-বৃষ্টির পর থেকেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল বাংলায়। কিন্তু গত কয়েকদিনে শীতের সেই দাপট আর টের পাওয়া যাচ্ছে না। রাতে লেপ-কম্বল গায়ে চাপিয়ে অনেকে আবার বিরক্তও বোধ করছেন। এদিকে কম্বল না চাপালেও আবার ঠান্ডা। আবহাওয়ার যা ভাব-গতিক, তাতে বড়দিনের আগেই শীতের দফারফা হতে চলছে। এবার তো স্বাভাবিকের থেকে উপরে উঠে গেল রাতের তাপমাত্রা। কলকাতায় রাতের পারদ পৌঁছে গিয়েছে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে আগামী কয়েক দিনে আরও কিছুটা কমবে ঠান্ডা। কলকাতার পারদ চড়তে চড়তে পৌঁছে যেতে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুধু শহর ও শহরতলির কথা নয়, ঠান্ডা কমতে শুরু করেছে জেলাগুলিতেও। এই তো ঝোড়ো ব্যাটিং চলছিল কয়েকদিন আগে। এর মধ্যে আচমকা কী হল? কেন হঠাৎ এই ছন্দপতন শীতে? আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীতে ব্যাঘাত ঘটছে।

একনজরে দেখে নেওয়া যাক, জেলাগুলিতে কোথায় কেমন পরিস্থিত?

শ্রীনিকেতন ১৩.১ ডিগ্রি সেলসিয়াস বাকুড়া ১১.৯ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া ১০.৫ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান ১৪ ডিগ্রি সেলসিয়াস মালদা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস দমদম ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস

বড়দিনের মেজাজ ইতিমধ্যেই পড়ে গিয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনাও করে দিয়েছেন। সপ্তাহান্তে পার্ক স্ট্রিটে ভিড় উপচে পড়তে পারে। কিন্তু তাপমাত্রার পারদ যদি বাড়তে থাকে, তাহলে বড়দিনের মজাটাই মাটি হতে পারে বলে মনে করছেন অনেকে।