Weather Update: বাড়তে শুরু করেছে তাপমাত্রা, তবে চলতি মাসের ২ দিন নিম্নমুখী থাকবে পারদ! তারিখ স্পষ্ট করলেন আবহাওয়াবিদরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 08, 2022 | 8:39 AM

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Weather Update: বাড়তে শুরু করেছে তাপমাত্রা, তবে চলতি মাসের ২ দিন নিম্নমুখী থাকবে পারদ! তারিখ স্পষ্ট করলেন আবহাওয়াবিদরা
কবে থেকে ফের বৃষ্টি? (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: পূর্বাভাস মতো ৫ তারিখের পর থেকে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। শনিবারও তার ব্যতিক্রম নয়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাড়তে শুরু করেছে জেলার তাপমাত্রাও। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকবে।

পশ্চিমী ঝঞ্ঝা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকালের দিকে কুয়াশায় মোড়া শহর। বেলাতে থাকবে ঝলমলে আকাশ। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৩ ও ১৪ জানুয়ারি তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

জাঁকিয়ে শীতের দাপট বেশিদিন স্থায়ী হয়নি জানুয়ারিতে। পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার বাধা। আরেকটি পশ্চিমী ঝঞ্জা আবার আসতে চলেছে আগামী ৪ তারিখ উত্তর পশ্চিম ভারতে । তাই যে তাপমাত্রা কমবে সেটা বেশিদিন থাকবে না। ৫ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। দুই বঙ্গেই আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার কারণে যে জলীয় বাষ্প রয়ে গিয়েছে, তার ফলেই এই কুয়াশার প্রভাব থাকবে।

জাঁকিয়ে শীত আর সেঅর্থে পড়ার সম্ভাবনাও নেই। শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আসেপাশে থাকবে। জেলাতে আরেকটু কম। বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সেরকমই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের।

প্রসঙ্গত, এই মরসুমে ডিসেম্বরেও বেশিরভাগ সময়ই আকাশে ছিল মেঘ। সমুদ্র থেকে জোলো বাতাসের আনাগোনা ছিল। সব মিলিয়ে ডিসেম্বরে চিৎপাত শীত। অনুভূতিতে টের পেয়েছেন বঙ্গবাসী। পরিসংখ্যানও সেই কথাই বলছে। রাতের তাপমাত্রা গড় থাকলেও, তা স্বাভাবিকের ওপরেই। সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। ১৮ দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। ১৩ দিন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে ছিল।

আরও পড়ুন: Dilip Ghosh On Gangasagar Mela: ‘এক বছর মেলা বন্ধ থাকলে ক্ষতি হত না, কিন্তু সংক্রমণ ছড়ালে ভয়ঙ্কর পরিস্থিতি হবে’, গঙ্গাসাগর মেলা নিয়ে দিলীপ ঘোষ

আরও পড়ুন: Mukul Roy: দল পরিবর্তনই করেননি বিধায়ক, বোঝালেন মুকুলের আইনজীবী, ১ ঘণ্টা ধরে চলল দলত্যাগ শুনানি

Next Article