AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather-Rain Update: রোদ দেখে বোকা হবেন না, ভেলকি দেখাবে আবহাওয়া, কলকাতা সহ ৫ জেলায় জারি সতর্কতা

West Bengal, Kolkata Weather Report: আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল, শুক্রবারও দুপুরে তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায়। এক ঘণ্টার বৃষ্টিতেই ভবানীপুর থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট- একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ব্যাপক ভোগান্তি হয় সাধারণ মানুষের। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও ব্যাপক বৃষ্টি হয়েছে। 

West Bengal Weather-Rain Update: রোদ দেখে বোকা হবেন না, ভেলকি দেখাবে আবহাওয়া, কলকাতা সহ ৫ জেলায় জারি সতর্কতা
কলকাতায় ভাসল বৃষ্টিতে।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 11, 2025 | 10:14 AM
Share

কলকাতা: যাব, যাব করেও যাচ্ছে না বর্ষা। রোজই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে বর্ষা বিদায় নেবে দক্ষিণবঙ্গে। তবে যাওয়ার আগেও কিন্তু ফের ভাসবে বৃষ্টি। রোজ ঝলমলে আকাশ দেখে একদম ধোঁকা খাবেন না। আর কিছুক্ষণেই নামবে বৃষ্টি। কোথায়, কখন বৃষ্টি হবে, জেনে নিন-

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেই বাংলা থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে। আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার বাংলায় বর্ষা বিদায় পশ্চিমের জেলা থেকে। টানা ১৬ দিন এক জায়গায় থমকে থাকার পর ১৭ দিনে সক্রিয় বর্ষা বিদায় রেখা। বর্ষা বিদায় রেখার অবস্থান রক্সৌল, বারাণসী, জব্বলপুর, আকোলা, আলিবাগের উপরে।

গুজরাট থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং তেলঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী চারদিনের মধ্যে।

কলকাতার আবহাওয়া-

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল, শুক্রবারও দুপুরে তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায়। এক ঘণ্টার বৃষ্টিতেই ভবানীপুর থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট- একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ব্যাপক ভোগান্তি হয় সাধারণ মানুষের। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও ব্যাপক বৃষ্টি হয়েছে।

আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস কলকাতায় ফের হলুদ সতর্কতা জারি করেছে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে দমকা বাতাস বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আজ সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ১০০ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৩ শতাংশ। অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

হলুদ সতর্কতা জারি করা রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগণায়। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও হলুদ সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হুগলি, ঝাড়গ্রাম এবং নদীয়াতে হালকা বৃষ্টি সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া-

তুলনামূলকভাবে আবহাওয়া ভাল থাকবে উত্তরবঙ্গের। দুর্যোগের সম্ভাবনা শূন্য। ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে, কখনও আংশিক মেঘলা থাকবে আকাশ। পার্বত্য এলাকা স্থানীয়ভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এরমধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে সম্ভাবনা বেশি থাকবে। রবিবার থেকেই মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া তৈরির সম্ভাবনা। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।