Weather Update Today: বিরাট হাওয়া বদল আজ থেকেই, ফের ভিজবেন বৃষ্টিতে, কোথায় কোথায় দুর্যোগ?
Kolkata & West Bengal Weather Update on 18 October, 2025: আজ, শনিবার ও আগামিকাল ছয় জেলাতে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা: অবশেষে বর্ষার বিদায়। কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটাতে থাকবে রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং সকালে দেখা যাবে সামান্য কুয়াশা। অর্থাৎ শীত এসে কড়া নাড়ছে দোরগোড়ায়। তবে হাড় কাঁপানো শীত আসতে এখনও ঢের দেরি। তবে তার আগে আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে ভোরে কুয়াশা থাকতে পারে। বাকি সব জেলাতেই আকাশ ঝলমলে থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আজ, শনিবার ও আগামিকাল ছয় জেলাতে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ এলাকা আজ তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্নাটক ও কেরল উপকূলে। দক্ষিণ-পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ এবং কেরল কর্নাটক উপকূলে এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এটি উত্তর ও উত্তর- পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণ-পূর্ব আরব সাগরের মতো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। আগামী শুক্রবার ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হতে পারে। ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকাতেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলবে।
কলকাতার আবহাওয়া-
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। জলীয় বাষ্প এবং দক্ষিণা বাতাসের প্রভাবে তাপমাত্রা সামান্য বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরে। আগামিকালও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। শনি ও রবিবারে অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে সোমবার, কালীপুজো এবং মঙ্গলবার ভাইফোঁটার দিন আকাশ ঝলমলে থাকবে; বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৯ থেকে ৯৪ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
সোমবার কালীপুজো এবং বুধবার ভাইফোঁটার দিন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ক্রমশ জলীয়বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে দু-এক জেলায় হালকা ধোঁয়াশা বা কুয়াশার সম্ভাবনা।
আজ, শনিবার থেকে উপকূলে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, তবে হালকা কুয়াশার সম্ভাবনা পার্বত্য এলাকায়। আজ, শনিবারে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। শুধু বৃষ্টি নয়, আগামী কয়েকদিন কুয়াশার সম্ভাবনাও বাড়বে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়।
