West Bengal Assembly: রাজ্যের জোড়া কাউন্সিলর খুনে কী বলছেন পুলিশ মন্ত্রী? উত্তাল বিধানসভা
West Bengal Assembly: শুরুতেই বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। দুই কাউন্সিলরের মৃত্যুতে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
কলকাতা: দুই কাউন্সিলর হত্যার আঁচ এবার বিধানসভায়। সোমবার সকাল থেকেই এই ইস্যুতে উত্তাল বিধানসভা। আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। পুলিশ মন্ত্রীর বিবৃতি চেয়ে ওয়াক আউট করেছেন বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান দেন বিধানসভায়। একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলরের খুনের ঘটনায় তপ্ত বঙ্গ রাজনীতি। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুুপম দত্তকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই দৃশ্য। বাইকের পিছনে বসে ছিলেন কাউন্সিলর। সে সময় আততায়ী বাইকের পিছনে বসে থাকা কাউন্সিলরের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই শেষ কাউন্সিলর। এদিকে, ঝালদায় গুলিতে নিহত হয়েছেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুনে রবিবার রাতেই গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত। তবে পুরুলিয়ার ঝালদায় কাউন্সিলর খুনের অভিযোগে সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার আঁচে সোমবার সকাল থেকেই উত্তপ্ত বিধানসভা।
শুরুতেই বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। দুই কাউন্সিলরের মৃত্যুতে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এই দুই খুন প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম সকালেই প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “এই ভাবে এক এক করে আমাদের কর্মীকে মেরে তৃণমূলকে শেষ করা যাবে না। আমি এর ধিক্কার জানাই। কাউন্সিলর মেরে কি তৃণমূলকে শেষ করা যাবে? এর পিছনে যারা রয়েছে, তাদেরকে এটা বুঝতেই হবে।”
বিজেপি একাধিক ইস্যুতে এখন সোচ্চার। গত অধিবেশনেও পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি বিধায়করা। ওয়াক আউট করেছিলেন। সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি ওয়ার্ক আউট করতে পারে না, তাই ওয়াক আউট করেন। এদিনও রাজ্যে জোড়া কাউন্সিলর খুনের প্রতিবাদে বিধানসভা উত্তাল হয়ে ওঠে।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “ঝালদাতে কে বোর্ড গঠন করবে, সেটা ঠিক হয়নি। এই সময়ে কংগ্রেসের কাউন্সিলরের মৃত্যু এই প্রশ্ন তুলে দিচ্ছে ভবিষ্যতে চেয়ারম্যান পদ পাওয়ার জন্য কি কোনও জনপ্রতিনিধির প্রাণ চলে যেতে পারে? ঠিক একইভাবে পানিহাটির ক্ষেত্রে দেখছি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। কে কোন দলের সেটা বড় কথা নয়। তাঁরা নির্বাচিত হয়েছিলেন, জনপ্রতিনিধি, তাঁদেরকে সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ।” তবে এদিনের ঘটনার প্রেক্ষিতে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে শুধু বিধানসভাই নয়, কাউন্সিলর খুনের প্রতিবাদে সোচ্চার গোটা বাংলা। পানিহাটিতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিটি রোড অবরোধে করে বিক্ষোভ দেখান তাঁরা। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: পরীক্ষার মাঝেই নির্বাচন, উচ্চ মাধ্যমিক নিয়ে আবারও বড় সিদ্ধান্তের পথে রাজ্য!
আরও পড়ুন: Anubrata Mondal: সিবিআই-এর নোটিস বাতিলের আর্জি, হাজিরার আগেই ডিভিশন বেঞ্চে অনুব্রত