মুকুলই কি হবেন পিএসি চেয়ারম্যান? বিধানসভায় চর্চা তুঙ্গে

PAC: সাধারণ ভাবে দেখা যায় যে, কোনও বিধানসভার প্রথম অধিবেশনের শেষ দিনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান-সহ সব কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন স্পিকার।

মুকুলই কি হবেন পিএসি চেয়ারম্যান? বিধানসভায় চর্চা তুঙ্গে
বিধানসভা ভবন (ফাইল চিত্র )
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 12:59 PM

কলকাতা: সপ্তদশ বিধানসভার (West Bengal Assembly) প্রথম বাজেট অধিবেশনের আজ, শুক্রবার শেষ দিন। ঘোষণা হতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের (PAC) নাম।

সাধারণ ভাবে দেখা যায় যে, কোনও বিধানসভার প্রথম অধিবেশনের শেষ দিনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান-সহ সব কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন স্পিকার। শুক্রবারও অধিবেশনের শেষ মুহূর্তে কী তাই দেখা যাবে? চর্চা আছে।

তবে চর্চা তো নাম নিয়ে। চেয়ারম্যান পদে কী মুকুল রায়ের (Mukul Roy) নাম ঘোষণা হবে? রাজনৈতিক সচেতকরা বলছেন, মুকুলের নাম ঘোষণার সম্ভবনাই বেশি রয়েছে।  বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়ী, শুভেন্দু অধিকারী, নিখিলরঞ্জন দে, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, বিবেকানন্দ বাউরি- এই ৬ জনের নাম জমা দেওয়া হয়। অশোখ লাহিড়ীকেই পিএসি চেয়ারম্যান করতে চায় বিজেপি। যেহেতু  এখনও শাসক পক্ষের অবস্থান স্পষ্ট হয়নি, তাই তাঁদের ভাগে পাওয়া দশ কমিটির চেয়ারম্যানের নাম জমা দেননি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: ব্রেকিং: অভিযোগ খুনের! এফআইআর দায়ের শুভেন্দুর দেহরক্ষীর স্ত্রীর

তবে সব কমিটির নাম ঘোষণা করার ক্ষমতা আইন বলে স্পিকারের রয়েছে। ফলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করলে বিজেপির অবস্থান আরও আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে। চেয়ারম্যান পদে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, “মুকুল তো এখনও বিজেপির বিধায়ক। তাহলে তাঁর চেয়ারম্যান হলে ক্ষতি কী?”  আর সেখানেই আপত্তি রয়েছে বিরোধী বিজেপি-র।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন,  “আমার মেয়ের বিয়ে কার সঙ্গে হবে, সেটা ঠিক করবেন বাইরের একজন? মুকুল রায় জিতেছিলেন বিজেপির প্রতীকে, তাই ওঁকেই আমরা নাকি চাই পিএসি চেয়ারম্যান হিসাবে! এটা কি ওরা ঠিক করে দেবেন? এটা কোন দেশের নিয়ম?”

এ প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “বিজেপি কী বলবে, তা আমি বুঝতে চাই না। তবে এটা বুঝতে হবে পাবলিক অ্যাকাউন্সিস কমিটির চেয়ারম্যান তথাকথিত বিরোধী দলের প্রতিনিধিকেই দিতে হবে, এমন কোনও নিয়ম নেই। মুকুল রায় এখনও তো অফিসিয়ালি বিজেপির মেম্বার। এরা ওরা বোঝে না। স্পিকারের পুরো ক্ষমতা দিয়ে সামনে দরজা দিয়েই এই কাজ করতে পারেন। স্পিকার যা করবেন, সেটাই চূড়ান্ত।”    মুকুল রায়ই কি পিএসি চেয়ারম্যান হবেন আর হলে বিজেপি কী অবস্থান নেয়? সে দিকে নজর থাকবে বাংলার।