Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে গেলেন না মমতা, বিজেপির কটাক্ষ, ‘রাজ্য বঞ্চিত হল’
Mamata Banerjee: গত বছর বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু, মাঝপথে বেরিয়ে আসেন। মমতা বলেন, তাঁর বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়। তাঁকে বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি।

কলকাতা ও নয়াদিল্লি: বক্তব্যের মাঝে মাইক বন্ধ করার অভিযোগ তুলে গতবার নীতি আয়োগের বৈঠকের মাঝপথে বেরিয়ে এসেছিলেন। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লির ভারত মণ্ডপমে এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে রয়েছেন। বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাননি তিনি।
২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। সেই লক্ষ্যে কোন পথে এগোনো যাবে, তা নিয়েই প্রধানমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। অপারেশন সিঁদুরের পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটা প্রথম বৈঠক। মনে করা হচ্ছে, অপারেশন সিঁদুর নিয়েও মুখ্যমন্ত্রীদের জানাতে পারেন প্রধানমন্ত্রী।
নীতি আয়োগের এই বৈঠকেই এবার যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা। গত বছর বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, মাঝপথে বেরিয়ে আসেন। মমতা বলেন, তাঁর বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়। তাঁকে বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি। গত বছরের ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক হয়েছিল। গতবার ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সেই বৈঠকে ছিল না।
এই খবরটিও পড়ুন




এদিন নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ না দেওয়া নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “গতবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি। কেন্দ্র-রাজ্য ঐক্যবদ্ধভাবে একটা সার্বিক আর্থ সামাজিক উত্তরণের জন্য একটা নীতি নির্ধারণ হচ্ছে। পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ যখন অর্থনৈতিকভাবে খাদের কিনারে দাঁড়িয়ে, তখন নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হল। বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী।”
নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়া নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে সকলের বক্তব্য নিয়ে আলোচনা হওয়া উচিত। সেখানে মাইক বন্ধ করে দিয়ে ঘৃণ্য ঘটনা ঘটেছে গতবার। কেন যাবেন সেখানে? অপমানিত হতে? আর বাংলার কথা কোথায় বলবেন? বাংলার বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরছেন। সেখানে গায়ের জোরে মাইক বন্ধ করে কেন্দ্র কী বোঝাতে চাইছে? এর থেকে খারাপ ঘটনা এর আগে হয়নি। ভবিষ্যতে হবে কি না জানি না।”





