বেলাগাম উত্তর ২৪ পরগনা, কলকাতা! বাংলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু
সুস্থের সংখ্যা বাড়লেও রাজ্যে গোটা কোভিড পর্বে (West Bengal Corona Update) সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হল গত ২৪ ঘণ্টায়।
কলকাতা: সুস্থের সংখ্যা বাড়লেও রাজ্যে গোটা কোভিড পর্বে (West Bengal Corona Update) সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হল গত ২৪ ঘণ্টায়। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ বাড়াল সেটাই।
রাজ্যে দৈনিক সংক্রমণের তুলনার সুস্থতার হার বেশি। এক দিনে সুস্থ ১৯ হাজার ১৫১ জন। বাংলায় পজিটিভিটি রেট কমে ২৬ শতাংশ। আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। রাজ্যে এক দিনে করোনায় মৃতের সংখ্যা ১৫৭, যা রেকর্ড সংখ্যক। উত্তর ২৪ পরগনাতেই (North 24 Parganas) মৃত্যু হয়েছে ৪৮ জনের, কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা ৩১। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) ও কলকাতায় (Kolkata) এখনও বাধ মানছে না সংক্রমণ। তাতেই উদ্বিগ্ন প্রশাসন।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের ওপর। কলকাতায় ১ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৮, মৃত ৩১। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৪,১৭৭। মঙ্গলবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার হয়েছে ২৭.৭০ শতাংশ। আবার মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.২৩ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
আরও পড়ুন: এখনও ঝুলে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার নেতার ভাগ্য, আজ ফের হাইকোর্টে নারদ-কচ কচানি
কোভিড মোকাবিলায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক। তাতে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কীভাবে করোনাকে কাবু করা যায়, জেলাশাসকদের পথ বাতলাবেন মোদী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই মন্ত্রী-সহ চার নেতা যখন জেলে, মুখ্যমন্ত্রীকেও মামলায় যুক্ত করেছে সিবিআই, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।