শেষ ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু কেবল ৩ জেলায়, সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা

West Bengal Covid 19 Update: গোটা রাজ্যের মাত্র ৩ টি জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১ জেলায় কোনও মৃত্যু হয়নি।

শেষ ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু কেবল ৩ জেলায়, সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা
দেশের করোনা সংক্রমণ ছবি-PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 10:29 PM

কলকাতা: খুব বেশি হেরফের হল না রাজ্যের করোনা পরিস্থিতিতে। শুক্রবারও মোটের উপর আগের জায়গাতেই রইল সংক্রমণের চিত্র। আক্রান্তের শীর্ষে যথারীতি রয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। এরপরেই সংক্রমণের নিরিখে তৃতীয় জেলা দার্জিলিং। শেষ ২৪ ঘণ্টায় অবশ্য গোটা রাজ্যের মাত্র ৩ টি জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১ জেলায় কোনও মৃত্যু হয়নি।

রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৭৪৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ১৮ জন কমে হয়েছে ১০ হাজার ১০৯। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৪৪২ টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা রাজ্যে। যার মধ্যে ১.৬৩ শতাংশ মানুষ পজিটিভ ধরা পড়েছেন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৯ সুস্থ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।