রাজ্যে ফের বাড়ল সংক্রমণ, দার্জিলিং ও নদিয়ার মৃত্যু ক্রমাগত বাড়াচ্ছে দুশ্চিন্তা

West Bengal Covid 19 Update: পাহাড়ে মৃত্যু বেড়েছে। নদিয়া জেলায় তো বিগত কয়েকদিন ধরেই লাগাতার মৃত্যু হয়েই চলেছে।

রাজ্যে ফের বাড়ল সংক্রমণ, দার্জিলিং ও নদিয়ার মৃত্যু ক্রমাগত বাড়াচ্ছে দুশ্চিন্তা
ফের বাড়ল করোনা সংক্রমণ ছবি-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 10:22 PM

কলকাতা: দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যায় খুব একটা বৃদ্ধি না এলেও আক্রান্ত ফের বাড়ল রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুও আবার দুই সংখ্যা ছুঁয়ে ফেলেছে। দার্জিলিং হোক বা জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা হোক বা নদিয়া, সংক্রমণের হার যে কে সেই। বরং পাহাড়ে মৃত্যু বেড়েছে। নদিয়া জেলায় তো বিগত কয়েকদিন ধরেই লাগাতার মৃত্যু হয়েই চলেছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৭৭৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ জন কমে হয়েছে ১০ হাজার ১২৭। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১.৬৪ শতাংশ মানুষ পজিটিভ ধরা পড়েছেন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৯ সুস্থ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।