একদিনে মৃত্যু বাড়ল দ্বিগুণেরও বেশি, সংক্রমণ নিম্নমুখী হলেও উদ্বেগে রাখছে একাধিক জেলা
West Bengal Covid 19 Update: শেষ ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। বেড়েছে পজিটিভিটির হারও।
কলকাতা: একদিন আগেও রাজ্যের করোনা মৃত্যু একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে দ্বিগুণেরও বেশি। আক্রান্তের সংখ্যা না বাড়লেও কলকাতা-সহ একাধিক জেলায় মৃত্যু বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে আতঙ্কও। অন্যদিকে, শেষ ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। বেড়েছে পজিটিভিটির হারও। ফলে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক না হলেও শুক্রবারের করোনা বুলেটিন মোটেও স্বস্তি দিচ্ছে না রাজ্যবাসীকে।
বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৬৬ জন। গোটা রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৬। সক্রিয় রোগীর সংখ্যা আরও ১৮৬ কমে তা নেমেছে ১২ হাজার ২০৫-এ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.০১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশে দাঁড়িয়ে। শেষ ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮০৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। আজকের পজিটিভিটির হার ১.৮১ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-২।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৪ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-৩।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
কলকাতা– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-৪।