তৃতীয় ঢেউয়ে করোনাকে রুখতে সন্তানদের কী খাওয়াবেন? প্রকাশিত স্বাস্থ্য ভবনের ১-১২ বছর বয়সের বাচ্চাদের ডায়েট চার্ট
West Bengal Corona Situation: শিশুর সঙ্গে হাসপাতালে যিনি থাকবেন তাঁরও দুবেলার খাবার হাসপাতাল থেকে দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন।
কলকাতা: তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় দেহে করোনা প্রতিরোধ গড়ে তুলতে শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য ভবন। ১-১২ বছর বয়সী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি শিশুর সঙ্গে হাসপাতালে যিনি থাকবেন, তাঁরও দুবেলার খাবার হাসপাতাল থেকে দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন।
১-৫ বছর
ব্রেকফাস্ট: এক পিস পাঁউরুটি, ডিমসেদ্ধ, কলা, ১০০ মিলিলিটার দুধ
লাঞ্চ: ২৫ গ্রাম ভাত, ডাল ৫ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মাছ ৫০ গ্রাম
বিকেলের জলখাবার: সুজি ১৫ গ্রাম, দুধ ১০০ মিলিলিটার, ফল এক কুচি
ডিনার: ভাত ৫০ গ্রাম, ডাল ৫ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মুরগির মাংস/ডিম কারি ৫০ গ্রাম
৫-১২ বছর
ব্রেকফাস্ট: দু’পিস পাঁউরুটি, ডিমসেদ্ধ, কলা, ২০০ মিলিলিটার দুধ
লাঞ্চ: ৫০ গ্রাম ভাত, ডাল ১০ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মাছ ৫০ গ্রাম, দই ১০০ মিলিলিটার
বিকেলের জলখাবার: সুজি ১৫ গ্রাম, দুধ ২০০ মিলিলিটার, কুচনো ফল
ডিনার: ভাত ৫০ গ্রাম, ডাল ১০ গ্রাম, শাকসবজি ১০০ গ্রাম, মুরগির মাংস/ডিম কারি ৭৫ গ্রাম
করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। এই পরিস্থিতিতে চিন্তার জায়গা হয়ে দাঁড়াচ্ছে শিশু চিকিৎসা। কারণ, তৃতীয় ঢেউয়ে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশে করেছেন চিকিৎসকদের একাংশ। তাই মূলত শিশু চিকিৎসাতেই নজর দিতে ২৩ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
তৃতীয় ঢেউ ধাক্কা মারার আগেই শিশুদের সুরক্ষিত রাখতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তৃতীয় ঢেউ মোকাবিলায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পেডিয়াট্রিক কেয়ার এর জন্য আলাদা ব্যবস্থা জুলাই মাসের মধ্যেই নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১৩০০ পেডিয়াট্রিক আইসিইউ, ৩৫০ এসএনসিইউ এবং ১০ হাজার জেনারেল বেড তৈরি রাখা হচ্ছে। আরও পড়ুন: আজ প্রকাশিত দ্বিতীয় কিস্তি! ঘাসফুলের মুখপত্রে অজন্তার লেখনীতে কি উঠে এল মমতার নাম?