AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: পুলিশ কর্তা ও BSF-র সঙ্গে ১১ তারিখ বৈঠকে বসবেন CEO, কেন?,

Kolkata: ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। আর সামনের বছরই ভোট। আর নির্বাচনের সময় যাতে কোনও রকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় সেই নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। শুধু রাজ্যের আইন শৃঙ্খলা নয়, পাশাপাশি সীমান্তও যাতে সুরক্ষিত থাকে সেই দিকে নজরে রাখতেই বিএসএফ-এর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।

Election Commission: পুলিশ কর্তা ও BSF-র সঙ্গে ১১ তারিখ বৈঠকে বসবেন CEO, কেন?,
মনোজ আরগওয়ালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 02, 2025 | 9:09 PM
Share

কলকাতা: আবারও বৈঠকে বসতে চলেছেন সিইও (CEO)। দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ১১ ডিসেম্বর সিইও দফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে মনোজ আগরওয়াল।নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, সিপি কলকাতা এছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ প্রশাসনের পঁচিশটি বিভাগের শীর্ষ আধিকারিকরা। শুধু তাঁরাই নন, উপস্থিত থাকবেন BSF আধিকারিকরাও।

মূলত ভোটের আগে সীমান্ত সহ প্রতি এলাকার নিরাপত্তা বজায় রাখতেই এই বৈঠক। অপরদিকে, সীমান্তে যাতে বেআইনি কার্যকলাপ বন্ধ রাখা যায় তারই  প্রস্তুতি হিসাবে হবে এই বৈঠক করা হতে পারে বলেও জানতে পারা যাচ্ছে। পাশাপাশি প্রতিদিন কী ধরনের কাজ হচ্ছে, তার সমস্ত রিপোর্ট পাঠাতে হবে কমিশন সূত্রে খবর।

ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। আর সামনের বছরই ভোট। আর নির্বাচনের সময় যাতে কোনও রকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় সেই নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। শুধু রাজ্যের আইন শৃঙ্খলা নয়, পাশাপাশি সীমান্তও যাতে সুরক্ষিত থাকে সেই দিকে নজরে রাখতেই বিএসএফ-এর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। বস্তুত, এসআইআর আবহে আগেই সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশে ফিরে যেতে তৎপর তাঁরা। সম্প্রতি, বিএসএফ-এর দক্ষিণবঙ্গের প্রধান তিনি হেলিকপ্টারে করে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এবং তার রিপোর্টও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। তবে সীমান্তে যে বিএসএফ তৎপর তা বুঝিয়ে দিয়েছেন আধিকারিকরা। তাই ভোটের পরিস্থিতির দিকে নজর রাখতে এই বৈঠক কমিশন সূত্রে খবর।