AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA বাড়ায় কত টাকা মাইনে বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের

DA Hike: মহার্ঘভাতা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তের পর বাংলার সরকারি কর্মচারীরা কারা কতটা উপকৃত হবেন? মাস গেলে চার শতাংশের হিসেবে কার ঘরে কতটা বেশি ঢুকবে টাকা? ডিএ মূলত নির্ভর করে কোন সরকারি কর্মচারীর বেসিক পে কত, সেটার উপর।

DA বাড়ায় কত টাকা মাইনে বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের
ডিএ বাড়াল রাজ্যImage Credit: Facebook
| Updated on: Dec 22, 2023 | 1:04 PM
Share

কলকাতা: বাংলার সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ মহার্ঘভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। বড়দিনের আগে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় ১৪ লাখ সরকারি কর্মী ও পেনশনভোগী এর ফলে সুবিধা পাবেন। নতুন বছর থেকেই (১ জানুয়ারি) নতুন হারে মহার্ঘভাতা কার্যকর হয়ে যাবে। অনেক সরকারি কর্মচারীই প্রশ্ন তুলছেন, এইটুকু মহার্ঘভাতা বাড়িয়ে কী হবে! বিরোধীরাও সমালোচনা করতে মাঠে নেমে পড়েছে। তুলে ধরা হচ্ছে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ডিএ-র ফারাকের কথা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও ৩৬ শতাংশ ব্যবধান থেকে যাচ্ছে। তবে বাজারে দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, তাতে এই চার শতাংশ মহার্ঘভাতা বাড়ায় কিছুটা হলেও সুরাহা হবে সরকারি কর্মচারীদের।

মহার্ঘভাতা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তের পর বাংলার সরকারি কর্মচারীরা কারা কতটা উপকৃত হবেন? মাস গেলে চার শতাংশের হিসেবে কার ঘরে কতটা বেশি ঢুকবে টাকা? ডিএ মূলত নির্ভর করে কোন সরকারি কর্মচারীর বেসিক পে কত, সেটার উপর। সেক্ষেত্রে গ্রুপ ডি কর্মীরা বর্তমানে বেসিক পান ১৭ হাজার টাকা। যদিও চাকরি জীবনের বয়সের হিসেবে কারও ক্ষেত্রে তা ৩০ হাজার টাকা পর্যন্ত হয়। সেক্ষেত্রে নতুন ৪ শতাংশ মহার্ঘভাতা যোগ হলে, গ্রুপ ডি কর্মীদের মোট বেতনের উপর তা ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বাড়তে চলছে।

আবার লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে সেই বেসিক পে প্রায় ২৩ হাজার টাকা। শতাংশের হিসেবে তাঁদের ক্ষেত্রে মাস গেলে ৯২০ টাকা বর্ধিত টাকা ঢুকতে চলেছে। ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে ২৯ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। সেক্ষেত্রে তাঁদের ঘরে বাড়তি ১২৮০ টাকা করে ঢুকতে পারে।

বিডিও-দের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় ৫৬ হাজার টাকার আশপাশে। তাঁদের ঘরে মাস গেলে ২২৪৪ টাকা মতো অতিরিক্ত ঢুকবে। আবার যাঁরা রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী, তাঁদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেসিক পে প্রায় ২ লাখ টাকা। হিসেব কষলে দেখা যাচ্ছে, তাঁদের ঘরে মাস গেলে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত ঢুকবে।