C V Ananda Bose: রামলালার শরণে রাজ্যপাল বোস, অযোধ্যায় পুজো দিয়ে বললেন…

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Apr 13, 2024 | 8:26 AM

Lok Sabha Election 2024: বাংলার জন্য তথা গোটা দেশবাসীর জন্য প্রার্থনা করতে অযোধ্যায় গেলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। অযোধ্যায় রাম মন্দিরে গিয়ে রামলালার কাছে পুজো দিলেন সিভি আনন্দ বোস। এক অডিয়ো বার্তা রাজ্যপাল জানিয়েছেন, 'এটা কোনও ব্যক্তিবিশেষের প্রার্থনা নয়। এটি দেশের আত্মগৌরবের ঘোষণা।'

C V Ananda Bose: রামলালার শরণে রাজ্যপাল বোস, অযোধ্যায় পুজো দিয়ে বললেন...
রামমন্দিরে রাজ্যপাল বোস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলায় লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশন। রাজ্যপাল বোসও বার্তা দিয়েছেন যাতে শান্তিতে নির্বাচন হয়। আর এবার বাংলার জন্য তথা গোটা দেশবাসীর জন্য প্রার্থনা করতে অযোধ্যায় গেলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। অযোধ্যায় রাম মন্দিরে গিয়ে রামলালার কাছে পুজো দিলেন সিভি আনন্দ বোস। এক অডিয়ো বার্তা রাজ্যপাল জানিয়েছেন, ‘এটা কোনও ব্যক্তিবিশেষের প্রার্থনা নয়। এটি দেশের আত্মগৌরবের ঘোষণা।’

চলতি বছরের শুরুতেই উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অযোধ্যায় ফিরেছেন ভগবান রাম। গতকাল, শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস সপরিবারে গিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দিরে। মন্দিরনগরী অযোধ্যায় পুজো দেওয়ার পাশাপাশি সরযূ নদীর বুকে ‘দীপদান’ করেন তিনি। নিষ্ঠাভরে পুজো দিয়েছেন সকলের মঙ্গল কামনায়। রাজ্যপাল বোস জানিয়েছেন, ‘রামায়ণ সবসময় আমাদের রক্তে রয়েছে, আমাদের হৃদয়ে রয়েছে। ঈশ্বর যাঁর রক্ষা করেন, তাঁকে কেউ মারতে পারে না।’

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর থেকেই বার বার বুঝিয়ে দিয়েছেন, শুধু রাজভবনে বসে দায়িত্ব পালন নয়, তিনি মাঠে ময়দানে ঘুরে বাংলার আমজনতার জন্য দায়িত্ব পালন করবেন। বুঝিয়ে দিয়েছেন তিনি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের সময়, যেখানে অশান্তি-গোলমালের অভিযোগ পেয়েছেন, সেখানেই পৌঁছে গিয়েছেন তিনি। জেলায় জেলায় ঘুরেছেন। রাজভবনে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনার জন্য চালু করেছিলেন পিস রুম। এবারের লোকসভা ভোটের সময়েও রাজ্যপাল বোস রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন, যাতে ভোটপর্ব শান্তিতে ও নির্বিঘ্নে পালিত হয়।

Next Article