C V Ananda Bose: পুজোয় এবার বাংলায় গান লিখলেন বোস, পরিবেশিত হল চতুর্থীর সন্ধেয়
CV Ananda Bose: এবার বাংলায় গান লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার কলাক্রান্তির উদ্বোধনে সেই গান গাইলেন শিল্পী শান্তনু রায়চৌধুরী। কলাক্রান্তি উপলক্ষ্যে বাংলায় একাধিক গান লিখেছেন রাজ্যপাল বোস। তার মধ্যে প্রথম গানটি এদিনের অনুষ্ঠানে গাইলেন শান্তনু রায়চৌধুরী।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতচর্চার কথা কারও অজানা নয়। রাজনৈতিক ও প্রশাসনিক গুরু দায়িত্ব পালনের পাশাপাশি গান বাঁধেন, কবিতা লেখেন। মুখ্যমন্ত্রীর বেশ কিছু গান ইতিমধ্যে প্রকাশও হয়েছে। আর এবার বাংলায় গান লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বুধবার কলাক্রান্তির উদ্বোধনে সেই গান গাইলেন শিল্পী শান্তনু রায়চৌধুরী। কলাক্রান্তি উপলক্ষ্যে বাংলায় একাধিক গান লিখেছেন রাজ্যপাল বোস। তার মধ্যে প্রথম গানটি এদিনের অনুষ্ঠানে গাইলেন শান্তনু রায়চৌধুরী। দ্বিতীয় গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।
আজ শান্তনু রায়চৌধুরী যখন গান গাইছিলেন, তখন মঞ্চেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার সাংবিধানিক প্রধানের সামনেই তাঁর লেখা গান গাইলেন শান্তনু রায়চৌধুরী। শিল্পীর কণ্ঠে সেই গান মুগ্ধ হয়ে শুনলেন বোস। এরপর মিশন কলাক্রান্তি অনুষ্ঠানের সূচনাও বাংলাতেই কথা বললেন বোস। বললেন, “বাংলার ভাই ও বোনেরা, আমি কলাক্রান্তির সূচনা করছি।
উল্লেখ্য, দুর্গাপুজোর মরশুমে রাজভবন থেকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দুর্গাভারত সম্মানের কথাও ঘোষণা করা হয়েছিল। আজ সেই দুর্গাভারত সম্মানও প্রদান করা হয়। পণ্ডিত অজয় চক্রবর্তী পেলেন দুর্গাভারত পরম সম্মান। এর পাশাপাশি, গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকেও দুর্গাভারত পরম সম্মান দেওয়া হয়। চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকেও দুর্গাভারত পরম সম্মান দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও পেয়েছে রাজভবনের এই সম্মান।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কয়েকটি গান এবারের পুজোয় প্রকাশিত হয়েছে। তার মধ্যে কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো সুরুচি সংঘের থিম সং লিখেছেন তিনি। সুরও দিয়েছেন নিজেই। গত বেশ কয়েক বছর ধরে পুজোর মরশুমে মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম প্রকাশ পেয়ে আসছে। আর এবার বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসও বাংলায় গান লিখে ফেললেন।