Jagdeep Dhankhar: মুখ্যমন্ত্রীকে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ পাঠিয়েছেন রাজ্যপাল, কী লিখেছেন তাতে?
Jagdeep Dhankhar: এই হোয়াটসঅ্যাপ ম্যাসেজটি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন সোমবার সকাল ১০ টা ২৫ মিনিটে।
কলকাতা : রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার কয়েক ঘণ্টা পরই রাজ্যপাল তাঁর টুইটারে মুখ্যমন্ত্রীকে পাঠনো একটি হোয়াটসঅ্যাপ মেসেজ তুলে ধরেছেন। সেখানে তিনি বলেছেন, “সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মধ্যে আলোচনা এবং সম্প্রীতিই গণতন্ত্রকে তুলে ধরে এবং সেই সঙ্গে সংবিধানের গুরুত্বকেও তুলে ধরে। এটি পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার মাধ্যমে হবে।” উল্লেখ্য, এই হোয়াটসঅ্যাপ ম্যাসেজটি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন সোমবার সকাল ১০ টা ২৫ মিনিটে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী যে অভিযোগ আজ নবান্ন থেকে তুলেছেন রাজ্যপালের বিরুদ্ধে, তার থেকে সম্পূর্ণ আলাদা বার্তা দিচ্ছে রাজ্যপালের এই হোয়াটসঅ্যাপ বার্তা। সেখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন বলে দেখা যাচ্ছে।
WB Guv Message to Hon’ble CM on her WHATSAPP today and read by her at 10.25 am today-
“Dialogue and harmony amongst constitutional functionaries is essence and spirit of democracy and mandate of the constitution. This can blossom with mutual regard and respect…1/2
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022
রাজ্যপাল সোমবার সন্ধ্যায় টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল আজ মুখ্যমন্ত্রীকে তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান। আজ সকাল ১০ টা ২৫ মিনিটে পাঠানো ওই মেসেজে রাজ্যপাল লিখেছেন – সাংবিধানিক কর্তাব্যক্তিদের মধ্যে আলোচনা এবং সম্প্রীতিই গণতন্ত্রের যথার্থতা। সংবিধানেও এমনটাই বলা হয়েছে। এটি পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে হতে পারে।” সেই সঙ্গে তিনি আরও লেখেন, “আমার দিক থেকে আপনার জন্য সর্বোচ্চ ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে। আমি নিশ্চিত যে আপনি বিষয়টি বিবেচনা করবেন।”
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে টুইটারে ব্লক করার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাজভবন থেকেও পাল্টা জবাব আসে। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিষয়ে রাজ্যপালকে জানানো মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে।” কেন রাজ্য সরকার দু’ বছর ধরে কোনও তথ্য রাজ্যপালকে জানাচ্ছে না, তাও টুইটারে জানতে চান রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন : Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী ‘প্যানিক মোডে’! রাজ্যপালকে ‘ব্লক’ করায় বক্রোক্তি শুভেন্দুর