AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Result Merit List: সেরার সেরা যাঁরা, দেখুন পূর্ণাঙ্গ মেধাতালিকা

HS Result Merit List: সকালেই প্রেস মিট করে সাংবাদিক সম্মেলন করেন উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২৩ জেলার মধ্যে ১০ জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি। সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৭২ জনের মেধাতালিকায় শুধুমাত্র হুগলি জেলা থেকেই রয়েছে ১৪ জন।

HS Result Merit List: সেরার সেরা যাঁরা, দেখুন পূর্ণাঙ্গ মেধাতালিকা
কোন স্থানে কে? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2025 | 4:15 PM
Share

২৩ জেলার মধ্যে ১০ জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি। সবার উপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৭২ জনের মেধাতালিকায় শুধুমাত্র হুগলি জেলা থেকেই রয়েছে ১৪ জন। অন্যদিকে পাশের হারে আবার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ছেলেমেয়েরাও মেধাতালিকায় ভাল ফল করেছে।  

প্রথম, ৪৯৭ 

রূপায়ন পাল, বর্ধমান সিএমএস হাইস্কুল, পূর্ব বর্ধমান 

দ্বিতীয়, ৪৯৬ 

তুষার দেবনাথ, বক্সিরহাট হাইস্কুলস কোচবিহার 

তৃতীয়, ৪৯৫ 

রাজর্ষি অধিকারী। আরামবাগ হাইস্কুল, হুগলি 

চতুর্থ, ৪৯৪

সৃজিতা ঘোষলা, সোনামুখী গার্লস হাইস্কুল, বাঁকুড়া

পঞ্চম, ৪৯৩ 

বীরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর

প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাইস্কুল, হুগলি

তন্ময় প্রতী, সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুল, দক্ষিণ ২৪ পরগনা 

ঋদ্ধিত পাল, কাটোয়া কাশিরাম দাস ইন্সস্টিটিউশন, পূর্ব বর্ধমান 

কুন্তল চৌধুরী, ভাতার এমপি হাইস্কুল, পূর্ব বর্ধমান

ঐশিকি দাস, মণীন্দ্রনাথ হাইস্কুল, কোচবিহার 

যষ্ঠ, ৪৯২ 

রৌনক গড়াইন, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি 

আরাফাত হোসেন, মুক্তারপুর হাইস্কুল, হুগলি 

চয়ন দাস কবিরাজ, সাঁইথিয়া টাউন হাইস্কুল, বীরভূম 

জয়দীপ পাল, মেমারি ভি.এম ইন্সস্টিটিউশন, পূর্ব বর্ধমান

পরান্তপ মুখোপাধ্যায়, নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল, বীরভূম 

দেবদত্তা মাঝি, কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুল, পূর্ব বর্ধমান 

রূপাঞ্জন সরকার, রামকৃষ্ণ মিশন বয়েস হোম হাইস্কুল, উত্তর ২৪ পরগনা 

অয়ন কুন্ডু, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া 

সপ্তম, ৪৯১

অনুস্কা শর্মা, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার 

সায়েদ মবম্মদ তামজিৎ, রহিমপুর নবগ্রাম হাইস্কুল, হুগলি 

অঙ্কন নন্দী, গোঘাট হাইস্কুল, হুগলি  

তন্ময় হালদার, চত্র নন্দনাল ইন্সস্টিটিউট, হুগলি 

শিল্পা গোস্বামী, ভেদুয়াশোল হাইস্কুল, বাঁকুড়া 

শুভম পাল, বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল, পূর্ব বর্ধমান 

প্রিয়াঙ্কা বর্মন, নগর ডাকালিগঞ্জ হাইস্কুল, কোচবিহার 

জয়তসী ঘোষ, এগরা ছোটু লাল হাইস্কুল, পূর্ব মেদিনীপুর 

বর্ণিতা হাজরা,  এগরা স্বর্ণময়ী গার্লস হাইস্কুল, পূর্ব মেদিনীপুর 

মহম্মদ সাজিদ হোসেন, হাওড়া হাইস্কুল 

কোয়েল গোস্বামী, কচুয়া বলমারী হাইস্কুল, জলপাইগুড়ি

অষ্টম, ৪৯০ 

জ্যোতির্ময় দত্ত, ফালাকাটা হাইস্কুল, আলিপুরদুয়ার

তথাগত রায়, পাঠভবন, কলকাতা 

রাজদীপ শাসমল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস হাইস্কুল, হুগলি 

অভ্রদীপ বেড়া, মহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি

ঋতম মান্না, বাঁকুড়া জিলা স্কুল

দেবজিৎ রায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় 

অনুভব মণ্ডল, নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুল 

কৃষ্টি সরকার, মণীন্দ্র নাথ হাইস্কুল, কোচবিহার 

লিনা দাস, মণীন্দ্র নাথ হাইস্কুল, কোচবিহার 

তিস্তা বেড়া, রঘুনাথবাড়ি রামতারক হাইস্কুল, পূর্ব মেদিনীপুর 

নবমিতা কর্মকার, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্য়ালয়, উত্তর ২৪ পরগনা 

আদৃজ গুপ্তা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা 

ওম কুন্ডু, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা 

রফিত রানা লস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা 

অঙ্কিত চক্রবর্তী, বেহালা হাইস্কুল, দক্ষিণ ২৪ পরগনা 

শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ হাইস্কুল, হুগলি 

নবম, ৪৮৯ 

সৌরভ বেড়া, কে কে ইন্সস্টিটিউশন, ঝাড়গ্রাম 

বিপ্রদীপ জানা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন, পূর্ব মেদিনীপুর 

সৌম্য সুন্দর রায়, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর 

অঙ্কুর ঘোষ, নিমতলা হাইস্কুল, মুর্শিদাবাদ 

জিষ্ণু ঘোষ, মাহেশ শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয়, হুগলি 

নাজ়ফার রহমান, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম 

সায়ক বিশ্বাস, চাকদহ রামলাল অ্য়াকাডেমি, নদিয়া 

সত্যম বণিক, রামভোলা হাইস্কুল, কোচবিহার, 

আদৃজা জানা, তাজপুর হাইস্কুল, পূর্ব মেদিনীপুর 

পবিত্র মণ্ডল, সুন্দরবন আদর্শ বিদ্য়ামন্দির, দক্ষিণ ২৪ পরগনা 

অর্ক মণ্ডল, বসিরহাট টাউন হাইস্কুল, উত্তর ২৪ পরগনা 

তনয় টিকাদার, অশোক নগর বয়েস সেকেন্ডারি স্কুল, উত্তর ২৪ পরগনা 

অনীক বাড়ুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা 

অনীশ বাড়ুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা 

শৌনিক বন্দ্যোপাধ্যায়, টাকি হাউস মাল্টি পারপাস স্কুল, কলকাতা 

সৃজিতা দত্ত, বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা 

সপ্তর্ষি পাঁজা, অনুর হাইস্কুল, হুগলি 

দশম, ৪৮৮

মৌসুমী পাল, মুরালিগঞ্জ হাইস্কুল, দার্জিলিং

কৌরব বর্মন, বালাপুর হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর 

সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর 

শ্রীপর্ণা মণ্ডল, পাঁশুলি হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর 

অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, পূর্ব বর্ধমান

সর্বজিৎ সাহা, আরামবাগ হাইস্কুল, হুগলি 

অদৃশা সামন্ত, রামনগর বিহারীপাল চৌধুরী হাইস্কুল, হুগলি 

দীপ অধিকারী, বোলপুর নিচুপট্টি নিরোধবিহারী হাইস্কুল, বীরভূম 

মৌমিতা মণ্ডল, আড়াইডাঙা ডিবিএম আকাদেমি, মালদহ 

অভিষেক দাস, কান্দি রাজ হাইস্কুল, মুর্শিদাবাদ