CM Mamata Banerjee: ‘মা, মাটি, মানুষের ক্ষমতায় আস্থা রাখায় সকলকে ধন্যবাদ’, প্রতিষ্ঠাদিবসে বার্তা মমতার
TMC Foundation Day: দলের প্রতিষ্ঠা দিবসে কলকাতা-সহ জেলায় জেলায় কর্মসূচি পালন করছে তৃণমূল। এদিনই নতুন তৃণমূল ভবনের ভিতপুজো হয় তপসিয়ায়।
কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ২৬তম প্রতিষ্ঠা দিবসে টুইট বার্তা তৃণমূল সুপ্রিমোর। রবিবার ১ জানুয়ারি ২৫ বছর পূর্ণ করল তৃণমূল কংগ্রেস। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, ‘আজ থেকে ২৫ বছর আগে তৃণমূল প্রতিষ্ঠিত হয়। বছরের পর বছরের সংগ্রাম, মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং আশা অনুপ্রেরণার ক্ষেত্রে আমাদের ভূমিকা আজ স্মরণ করছি। মা, মাটি, মানুষের ক্ষমতায় আস্থা রাখায় সকলকে ধন্যবাদ।’ দলের প্রতিষ্ঠা দিবসে কলকাতা-সহ জেলায় জেলায় কর্মসূচি পালন করছে তৃণমূল। এদিনই নতুন তৃণমূল ভবনের ভিতপুজো ছিল তপসিয়ায়। সেই পুজো করেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতায় একাধিক কর্মসূচি পালন করে তৃণমূল।
This day, 25 years ago, TMC came into existence.
I recall our struggles through the years & the role we have played in empowering people, fighting injustice and inspiring hope.
I heartily congratulate everyone for believing in the power of MAA, MAATI, MANUSH.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2023
চেতলায় এক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, “মানুষের পাশে থাকা, মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। এই আদর্শের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে। আগামী দিনেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তাঁর দেখানো পথ ধরে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের স্বার্থে কাজ করবে।”
সোমবার ২ জানুয়ারি দলীয় সমাবেশ রয়েছে নজরুল মঞ্চে। পঞ্চায়েত ভোটের আগে এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনের ভিত পুজোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সোমবারের সভা গুরুত্বপূর্ণ। সবাই নজর রাখুন। পঞ্চায়েতকে সামনে রেখে নেত্রী বার্তা দেবেন। কর্মসূচি ঘোষণা করবেন। যা দলের সবাই আগামিদিনে পালন করবে।”