TET Protest: হাতে কামড়ের দাগ! ‘হোক ব্যথা, হকের লড়াই চলবেই’, হুঁশিয়ারি অরুণিমার

TET: এদিনই চাকরিপ্রার্থীকে কামড়ানোর ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

TET Protest: হাতে কামড়ের দাগ! 'হোক ব্যথা, হকের লড়াই চলবেই', হুঁশিয়ারি অরুণিমার
অরুণিমা পাল।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 10:17 PM

কলকাতা: গত কয়েকদিনে সকলের কাছে পরিচিত হয়ে গিয়েছে অরুণিমা পালের নাম। সেই অরুণিমা, যিনি চাকরির দাবিতে আন্দোলনে নেমে পুলিশের কামড় খাওয়ার অভিযোগ তোলেন। হাতে সেই ক্ষত এখনও দগদগে। তবে সেই ক্ষতকে সঙ্গী করেই বৃহস্পতিবার ফের ধরনাতলায় দেখা গিয়েছে ২০১৪ সালের টেট উত্তীর্ণ এই চাকরি প্রার্থীকে (2014 TET)। শেক্সপিয়র সরণি থানায় জামিনে মুক্ত ৩০ জনকে হাজিরা দিতে হচ্ছে সাতদিন ধরে। সেই তালিকাতেই আছেন অরুণিমাও। এদিন থানায় হাজিরা দেওয়ার পর সোজা চলে যান অবস্থানস্থলে। এদিন অরুণিমা বলেন, “শরীর ভাল নেই, তবে লড়াইটা জারি রাখতে চাই। এটা আমাদের হকের লড়াই। আমরা দুর্নীতির শিকার। আমরা সকলে যোগ্য। আর যাঁরা দুর্নীতিকে আশ্রয় দিয়েছেন, সকলে আজ জেলে। তাই আমরা লড়াই চালিয়ে যাব। যতই শরীরের বাঁধা আসুক।”

অরুণিমা জানান, তাঁর হাতে এখনও ব্যথা রয়েছে। ডাক্তার একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়ার জন্যও বলেছেন। তবে অরুণিমার কথায়, “এটা আমার ব্যক্তিগত সমস্যা। কিন্তু আমাদের সকলের সঙ্গে যা হয়েছে সেটা তো সামাজিক অবক্ষয়। আমাদের রেনেসাঁ দরকার। সুশীল সমাজ একত্রিত হোন, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ চাই। আমরা বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ আবার ফিরে পেতে চাই।” প্রসঙ্গত, সপ্তাহ দেড়েক আগে ক্যামাক স্ট্রিটে চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে এক মহিলা পুলিশ কর্মীর কামড়ে জখম হন অরুণিমা।

এদিনই চাকরিপ্রার্থীকে কামড়ানোর ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “যে নৃশংসতা আমরা দেখেছি, পুলিশ গিয়ে চাকরি প্রার্থীকে কামড়াচ্ছে এটা কখনও ভূভারতে দেখা যায়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আমরা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছি। যার মূল বিষয় হল আদালতের পর্যবেক্ষণে তদন্ত করতে হবে। দুই, রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা কী। এত বড় ঘটনা হল অথচ রাজ্য মানবাধিকার কমিশন কার্যত নিশ্চুপ, কেন? তৃতীয়ত, পুলিশ কোনও বেআইনি জমায়েত সরাতে কতটা বল প্রয়োগ করবে তার রূপরেখা আদালত তৈরি করুক। আমরা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দেখলাম, হাওড়ার আনিস খানের হত্যাকাণ্ডের ঘটনাতেও দেখেছি। গোটা বিষয়টা সামনে রেখেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।”