কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে তুলে মারধরের পর ২১ হাজার টাকা লুঠ কলকাতায়
পুলিশ সূ্ত্রের খবর, ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জনের খোঁজ চলছে।
কলকাতা: ভোররাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়লেন তিলজলার এক ওয়েব ডিজাইনার। শুক্রবার, কাজ সেরে বাইকে ফিরছিলেন তিনি। সেইসময় একটি ট্যাক্সির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই চালক সহ তিনজন ট্যাক্সি থেকে নেমে এসে ওই ব্যক্তির কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে মারধর করে বলে অভিযোগ। প্রায় ২১ হাজার টাকা লুঠ (Snatcher) করে ওই ব্যক্তিকে দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: শপিং মলের ক্যাশভ্যান লুঠ করতে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা, চাঞ্চল্য আসানসোলে
আক্রান্ত ডিজাইনার মহম্মদ নাদিমের অভিযোগ, শুক্রবার বাড়ি ফেরার পথে হঠাৎ পার্কসার্কাস ময়দান চত্বরের সামনে একটি ট্যাক্সির সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। সেই সময় চালক সহ তিনজন ট্যাক্সি থেকে নেমে এসে কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়। তারপর, গাড়ির মধ্যেই তাঁকে মারধর করে ওই তিন দুষ্কৃতী। নাদিমের কাছে থাকা ২১ হাজার টাকাও তারা লুঠ (Snatcher) করে নেয়। ভোররাতে গোটা শহর জুড়ে ঘুরে কোথাও না থেমে ঘুরে বেড়ায় ট্যাক্সিটি।
আরও পড়ুন: গাড়িতে বিহারের নম্বর দেখে সন্দেহ পুলিশের, তল্লাশিতেই মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ওই দুষ্কৃতীরা আরও টাকা দাবি করলে নাদিম জানান তাঁর কাছে আর টাকা নেই। তিনি তাঁর দাদাকে ফোন করে আরও টাকা চেয়ে পাঠান। সেইমতো দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে নাদিমের দাদা টাকা দিয়ে দুষ্কৃতীদের থেকে ভাইকে উদ্ধার করেন। আক্রান্ত নাদিমের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
পুলিশ সূ্ত্রের খবর, ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জনের খোঁজ চলছে। তবে, ওই দুষ্কৃতীরা যুবকের পূর্ব পরিচিত কি না বা অন্য কোনও গোপন শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।