Magrahat Murder: পালানোর চেষ্টা ভিনরাজ্যে, মগরাহাটকাণ্ডে টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম মোল্লা

Diamond Harbour: মগরাহাটের মাগুরপুকুরে শনিবার বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল নামে দুই যুবককে প্রথমে গুলি করে এবং পরে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

Magrahat Murder: পালানোর চেষ্টা ভিনরাজ্যে, মগরাহাটকাণ্ডে টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম মোল্লা
অভিযুক্ত জানে আলম মোল্লা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 3:01 PM

কলকাতা: মগরাহাটের (Magrahat Murder) জোড়াখুনে গ্রেফতার মূল অভিযুক্ত। জোড়া খুনের একদিন পর রবিবার টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে। গাড়ি করে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল তাঁর। আগেই পুলিশের জালে ধরা পড়ে যান তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দুই যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় উঠে আসে জানে আলম মোল্লার নাম। ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরা তদন্তের শুরুতেই গোটা এলাকা আটকে ফেলে। যাতে কোনওভাবে গঙ্গা পার হয়ে অভিযুক্ত হাওড়ার দিকে চলে যেতে না পারেন। নজর ছিল, যাতে সুন্দরবন কিংবা কলকাতার দিকেও না যেতে পারেন অভিযুক্ত। সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় কড়া নজরদারি শুরু করে। পুলিশ সূত্রে খবর, একইসঙ্গে জানে আলমের সমস্ত পরিচিত, আত্মীয়-ঘনিষ্ঠদের উপরও নজরদারি চলে। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের দাবি, এর রেশ ধরে শনিবার সন্ধ্যায় একটি ফোন নম্বর পায় তদন্তকারীরা। তা ট্র্যাক করতে গিয়েই দেখা যায়, কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করছেন জানে আলম। একটি গাড়িতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটিকে চিহ্নিত করে জেলা পুলিশ যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে।

জেলা পুলিশ ও কলকাতা পুলিশের একটি যৌথ টিম নজরদারি শুরু করে। সূত্রের খবর, সারারাত ধরে জানে আলম ও পুলিশবাহিনীর মধ্যে কার্যত লুকোচুরি খেলা চলে। এরপরই টালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে পুলিশ ওই গাড়িটি আটক করে। জানে আলম সমস্তরকমভাবেই পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল। যদিও পুলিশি সক্রিয়তার কারণে শেষ রক্ষা হয়নি।

মগরাহাটের মাগুরপুকুরে শনিবার বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল নামে দুই যুবককে প্রথমে গুলি করে এবং পরে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তেই উঠে আসে জানে আলমের নাম। অভিযোগ, ইমারতি দ্রব্যের সরবরাহ সংক্রান্ত কারণে জানে আলমকে টাকা দিয়েছিলেন দুই যুবক। কিন্তু জানে আলম সেই সামগ্রীও দেননি, টাকাও ফেরাচ্ছিলেন না। তা থেকেই ঝামেলা। এরপরই মাগুরপুকুরে জানে আলমের কারখানায় বরুণ ও মলয়কে ডেকে আনা হয়। সেখানেই নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘বার্থ ডে পার্টি’তে ডেকে নাবালিকাকে ‘ধর্ষণ’, মৃত্যুর পর চাপের মুখে দেহ ‘দাহ’, কাঠগড়ায় শাসকদলের নেতার ছেলে

আরও পড়ুন: TMC Party Office: তৃণমূলের পার্টি অফিসে ‘মেয়ে নিয়ে আড্ডা, মদ-জুয়ার আসর’, বিস্ফোরক দলেরই কাউন্সিলর