AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maheshtala Clash: জলের পাইপ বসানো নিয়ে তৃণমূলের ‘গোষ্ঠীকোন্দল’ মহেশতলায়, ফাটল বোমাও

Maheshtala: তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি রামনরেশ যাদব ও ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন্দ্র সিংয়ের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ উঠেছে।

Maheshtala Clash: জলের পাইপ বসানো নিয়ে তৃণমূলের 'গোষ্ঠীকোন্দল' মহেশতলায়, ফাটল বোমাও
রামনরেশ যাদব (বাঁদিকে) ও সত্যেন্দ্র সিং। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 5:35 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: রবিবার রাতে মহেশতলায় (Maheshtala) বোমাবাজির অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ বোমা উদ্ধারও করেছে। জলের পাইপলাইনের কাজ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ। সোমবারও ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ মোতায়েন ছিল। মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ড। এখানেই তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি রামনরেশ যাদব ও ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন্দ্র সিংয়ের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিং বলেন, “আমাদের ১ নম্বর ওয়ার্ডে জলের কাজ হয়েছিল। যিনি কনট্রাক্টর তাঁকে বলা হয়েছিল বাইক যাতায়াতের জন্য রাস্তা ছেড়ে কাজ করতে। কিন্তু কাজ শুরু হলেই এখানকার রামনরেশ বলেন, ‘এক মাস পরে কাজ হবে। এখন করা যাবে না’। ও তৃণমূলের ওয়ার্ড সভাপতি হতে পারে কিন্তু আমি তো কাউন্সিলর। কাজটা তো আমিই করাব। আমাকে তো মানুষ ভোট দিয়ে এনেছেন। জলের কাজ, পাইপ লাইন সেগুলো তো আমারই দেখার কথা। এভাবে দলের মধ্যে দন্দ্ব করে কী লাভ হবে। আমার পদের মোহ নেই। আমি নেতৃত্ব বলব, মানুষের কাজ না করতে পারলে এরকম পদ আমার চাই না।” এই নিয়েই রবিবার ঝামেলা হয়।

যদিও ১ নম্বর ওয়ার্ডের সভাপতি রামনরেশ যাদব বলেন, “আমি এই ওয়ার্ডে বহুদিন ধরে সংগঠনে আছি। ২০১৪ সাল থেকে আমি আহ্বায়ক ছিলাম। আমরা ওয়ার্ডটা চালিয়ে এসেছি। মানুষকে সবরকম পরিষেবা দিয়ে এসেছি। ২০০৭ সালে দলে যোগ দেওয়ার পর থেকেই ওয়ার্ডের কাজ করি। আমি কোনও ঝামেলাতেই ছিলাম না। আমাদের রঞ্জিত সিংয়ের বাড়ির লোক অসুস্থ। রাস্তা কাটার জন্য গাড়ি পর্যন্ত ঢুকতে পারেনি। আমরা বলেছিলাম, কাজটা রাতে করলে ভাল হত।” অভিযোগ, এসবের মধ্যেই রবিবার রাতে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি হয়। সোমবার সকালেও একটি তাজা বোমা উদ্ধার হয় এলাকা থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Physical Assault of Minor Girl: কিশোরীর কপালে পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে চলল নির্যাতন! ঘৃণ্য নৃশংসতা মালদহে

আরও পড়ুন: West Bengal Assembly: বিধায়কদের তুমুল হাতাহাতি, পাহাড় থেকেই ফিরহাদকে ফোন মমতার