
কলকাতা: রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল (বৃহস্পতিবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন ওই বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিব। রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের ওই বৈঠকে বাংলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রতিনিধিরা থাকবেন। চার রাজ্যের প্রায় ৭০ জন প্রতিনিধি থাকবেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, তিনি যেতে পারছেন না। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ওই বৈঠকে থাকতে পারবেন না। তাঁর বদলে চন্দ্রিমা যাচ্ছেন।
এই বৈঠকের জন্য রাঁচির নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। জানা গিয়েছে, এদিন রাতেই রাঁচি পৌঁছে যাবেন শাহ। আগামিকালের বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থাকবেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও থাকছেন না। বিহারের দুই মন্ত্রী বিজয় চৌধুরি ও সম্রাট চৌধুরি থাকবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এবং উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা থাকবেন। এছাড়া রাজ্যগুলির আধিকারিকরা থাকবেন।
প্রসঙ্গত, দেশে পাঁচটি জোনাল কাউন্সিল রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই পাঁচটি কাউন্সিলের চেয়ারপার্সন অমিত শাহ। মুখ্যমন্ত্রী কিংবা উপরাজ্যপালরা জোনাল কাউন্সিলের সদস্য। নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জোনাল কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়। তার মধ্যে রয়েছে মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের মামলার দ্রুত তদন্ত। ওইসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট গঠন। গত ১১ বছরে ৬০টির বেশি বৈঠক হয়েছে।