AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: বিধানসভায় পা রেখেই পরিষদীয় মন্ত্রীর কাছে ‘ধমক’, থতমত খেয়ে গেলেন মাস্টারমশাই

West Bengal Assembly: আজই বিধানসভায় প্রথম পা রাখলেন নির্মলবাবু। আর প্রথম দিনে বিধানসভা এসেই ধমক খেলেন তিনি। ফোন না ধরার জন্য ধূপগুড়ির মাস্টারমশাইকে ধমক দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

VIDEO: বিধানসভায় পা রেখেই পরিষদীয় মন্ত্রীর কাছে 'ধমক', থতমত খেয়ে গেলেন মাস্টারমশাই
শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মলচন্দ্র রায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 8:10 PM
Share

কলকাতা: শনিবার বিধায়ক পদে শপথগ্রহণ মাস্টারমশাই নির্মলচন্দ্র রায়ের। একদিন আগেই তিনি ধূপগুড়ি থেকে চলে এসেছেন কলকাতায়। শহরে এসেই তিনি দেখা করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজই বিধানসভায় প্রথম পা রাখলেন নির্মলবাবু। আর প্রথম দিনে বিধানসভা এসেই ধমক খেলেন তিনি। ফোন না ধরার জন্য ধূপগুড়ির মাস্টারমশাইকে ধমক দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ধূপগুড়িতে তৃণমূলের জয়ী প্রার্থী নির্মলচন্দ্রকে এদিন বিধানসভায় দেখামাত্রই নিজের ফোন দেখিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, “পাঁচবার ফোন করেছি। কোথায় থাকো? ফোনটা ধরছো না কেন?” আমতা আমতা করে ধুপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মল রায় বললেন, “রাস্তায় খুব জ্যাম। আসতে পারেনি।” সেই শুনে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক বলেন, “আরে ধুর রাস্তায় জ্যাম। ফোন ধরেননি কেন?” প্রথম দিনেই এমন ধমক খেয়ে কিছুটা হতভম্ব হয়ে যান নির্মলবাবু। হাতজোড় করে বললেন, “আর হবে না।”

প্রসঙ্গত, আজ কলকাতায় এসে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্মলচন্দ্র রায়ের। সেই মতো বৈঠকে যোগ দিতেই বিধানসভায় আসেন তিনি। কাল বিধায়ক হিসেবে শপথ নেবেন নির্মলবাবু। তার আগে আজ অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বেশ কিছু বিষয়ে আলোচনাও সেরে নেন তিনি। অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন।

আগামিকাল তাঁর বিধায়ক পদে শপথগ্রহণে পরিষদীয় মন্ত্রী বা বিধানসভার অধ্যক্ষ দু’জনের কেউই থাকছেন না। তৃণমূলের পরিষদীয় দলের তরফে বিধানসভায় শাসক দলের উপ মুখ্য সচেতক তাপস রায় উপস্থিত থাকবেন নির্মলবাবুর শপথবাক্য পাঠের সময়। আজ বিধানসভায় তাপসবাবুর সঙ্গেও কথা হয় তাঁর। অধ্যক্ষের ঘরে বৈঠকের সময় উপস্থিত ছিলেন তাপস রায়ও।