Dhupguri: দু’লাইনে পরিষদীয় মন্ত্রীর চিঠির জবাব রাজ্যপালের, কী লিখলেন বোস
CV Ananda Bose: নির্মলচন্দ্র রায়ের অবিলম্বে শপথ গ্রহণের ব্যবস্থা করতে রাজ্যপাল বোসকে চিঠি পাঠিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই চিঠির জবাব এসেছে শোভনদেবের কাছে। সংক্ষিপ্ত ওই চিঠিতে রাজ্যপাল শুধু জানিয়ে দিয়েছেন, তিনি শোভনদেবের চিঠি পেয়েছেন এবং এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে তাঁর বার্তা পাঠিয়ে দিয়েছেন।
কলকাতা: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নিয়ে উঠতে পারেননি। মাঝে ২৩ সেপ্টেম্বর রাজভবনে শপথগ্রহণের ব্যবস্থা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তবে শেষ পর্যন্ত সেদিন শপথগ্রহণ হয়ে ওঠেনি। তাই নির্মলচন্দ্র রায়ের অবিলম্বে শপথ গ্রহণের ব্যবস্থা করতে রাজ্যপাল বোসকে চিঠি পাঠিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই চিঠির জবাব এসেছে শোভনদেবের কাছে। সংক্ষিপ্ত ওই চিঠিতে রাজ্যপাল শুধু জানিয়ে দিয়েছেন, তিনি শোভনদেবের চিঠি পেয়েছেন এবং এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে তাঁর বার্তা পাঠিয়ে দিয়েছেন।
রাজভবন থেকে এমন চিঠি আসার পর কিছুটা অসন্তুষ্ট রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বলছেন, “এই ব্য়াপারটা সংসদীয় ও পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে বিপজ্জনক। আমার হাতে সব ক্ষমতা, আমি ব্যবহার করতে পারি, এটা ঠিক নয়।” নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তৃণমূল বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী, “কোনওদিনও রাজ্যপালরা বিধায়কদের ক্ষেত্রে এমন করেন না, উপনির্বাচনের ক্ষেত্রে তো নয়ই। আমি নিজে দু’বার উপনির্বাচনে জিতেছি।” পরিষদীয় মন্ত্রীর বক্তব্য, “তিনি (রাজ্যপাল) কেন দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতিকে ভেঙে দিতে চাইছেন, তা বুঝে উঠতে পারছি না।”
শোভনদেব চট্টোপাধ্যায়কে রাজ্যপালের পাঠানো এমন সংক্ষিপ্ত চিঠি এবং তাতেও মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় যা জানানোর, তা জানানো হয়ে গিয়েছে বলে উল্লেখ করা নিয়েও এদিন প্রশ্ন করা হয়েছিল পরিষদীয় মন্ত্রীকে। তাঁর বক্তব্য, “এসব করে তো কোনও লাভ নেই। আমার চিঠির উত্তর না দিয়ে, আমার পদ তো কাড়তে পারবেন না। কিংবা আমার কাজ তো আটকাতে পারবেন না।”