Newtown: মাধ্যমিকের গার্ড দিতে গিয়ে স্কুলের শিক্ষকের সঙ্গে যা হল… মাথায় বাজ পরিবারের!

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 08, 2022 | 11:51 PM

Death: মাধ্যমিকের প্রথমদিন, ব্যস্ততাও বেশি। ১১টা নাগাদ স্কুলে পৌঁছন এই শিক্ষক।

Newtown: মাধ্যমিকের গার্ড দিতে গিয়ে স্কুলের শিক্ষকের সঙ্গে যা হল... মাথায় বাজ পরিবারের!
প্রয়াত শিক্ষক সুকুমার মণ্ডল। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথমদিনই পরীক্ষার ঘরে ঢোকার আগে মর্মান্তিক পরিণতি হল এক শিক্ষকের। পরীক্ষার খাতা নিয়ে ক্লাসরুমে ঢোকার আগেই অসুস্থ হয়ে মৃত্যু হল নিউটাউনের যাত্রাগাছি প্রণবানন্দ হাই স্কুলের এক শিক্ষকের। বছর পঞ্চাশের ওই শিক্ষকের নাম সুকুমার মণ্ডল (৫০)। সুকুমারবাবু নিউটাউনের গৌরাঙ্গনগরের সত্যজিত পল্লির বাসিন্দা। স্কুল সূত্রে জানা গিয়েছে, যাত্রাগাছির এই স্কুলে প্রায় ২৫ বছর হয়ে গেল সুকুমার মণ্ডলের শিক্ষক জীবনের। বাংলার স্যর সুকুমারবাবুকে পছন্দ করতেন স্কুলের সকলেই। ছাত্রছাত্রীদের সঙ্গে এই মাস্টারমশাই বেশ সহজ সখ্যতার সম্পর্ক। সবসময় হাসিমুখ। যে কোনও সমস্যায় এগিয়ে আসতেন মানুষটি।

স্কুল সূত্রে খবর, বাড়ি থেকে সাইকেল চালিয়ে সোমবারও স্কুলে আসেন সুকুমার মণ্ডল। এদিন আবার অন্য স্কুলের ছেলেমেয়েদের সিট পড়েছে স্কুলে। মাধ্যমিকের প্রথমদিন, ব্যস্ততাও বেশি। ১১টা নাগাদ স্কুলে পৌঁছন এই শিক্ষক। হঠাৎ করেই তাঁর শরীর খারাপ লাগতে থাকে। শিক্ষকদের ঘরে চেয়ারে বসেছিলেন। হঠাৎই সহশিক্ষকদের বলেন শরীর খারাপ লাগছে তাঁর। বুকে যন্ত্রণা হচ্ছে। মাথাতেও অসহ্য ব্যথা!

এই কথা শুনে বাকি শিক্ষকরা আর কোনওরকম ঝুঁকি নিতে চাননি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তাঁরা। হাসপাতাল অবধি নিয়েও যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, পথেই মৃত্যু হয়েছে তাঁর। সুকুমার মণ্ডলের ছোট দুই ছেলে মেয়ে। মেয়ে সুমি মণ্ডলের বয়স সতেরো। এখন সে একাদশ শ্রেণির ছাত্রী। ছেলে মণীশের বয়স সবেমাত্র ছ’ বছর। শিক্ষকের দেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে গোটা বাড়ির লোকজন। দিশাহারা সুকুমারবাবুর স্ত্রী। দুই সন্তানকে নিয়ে কীভাবে সমস্তটা সামলাবেন ভেবেই কূল পাচ্ছেন না।

আরও পড়ুন: Jamuria Blast: ভরসন্ধ্যায় বিস্ফোরণ! রক্তে ভাসছে মেঝে, ঘরের ভিতর থেকে শুধুই গোঙানির আওয়াজ…

আরও পড়ুন: Jagdeep Dhankhar: বাজেট অধিবেশনে হট্টগোল, তিনদিনের মধ্যে অধ্যক্ষকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল

আরও পড়ুন: Madan Mitra at SSKM: ‘কথা বললে কাকের মতো শব্দ বেরোচ্ছে’, এসএসকেএমে ভর্তি মদন মিত্র

Next Article