West Bengal Panchayat Elections: ভোট হিংসায় CBI তদন্তের দাবি, শুভেন্দুকে মামলার অনুমতি প্রধান বিচারপতির

West Bengal Panchayat Elections: সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী। শুভেন্দু আরও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন, নির্বাচনের সময়ে আদালতের নির্দেশ মানা হয়নি। অনেকক্ষেত্রেই আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে।

West Bengal Panchayat Elections: ভোট হিংসায় CBI তদন্তের দাবি,  শুভেন্দুকে মামলার অনুমতি প্রধান বিচারপতির
আদালতে শুভেন্দুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 11:46 AM

কলকাতা: ভোট হিংসায় সিবিআই তদন্তের দাবি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলার নথিতে ৬ হাজার বুথে অশান্তির কথা উল্লেখ করা হয়েছে। মামলাকারী আরও অভিযোগ করেছেন, মঙ্গলবারও গণনাকেন্দ্রের বাইরে বোমাবাজি হয়েছে। পঞ্চায়েত নিবার্চনে সন্ত্রাস হয়েছে। মৃত্যু হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী। শুভেন্দু আরও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন, নির্বাচনের সময়ে আদালতের নির্দেশ মানা হয়নি। অনেকক্ষেত্রেই আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

শনিবার পঞ্চায়েত নির্বাচন চলাকালীনই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, আদালতের নির্দেশ একাধিক ক্ষেত্রে মানেইনি রাজ্য। আদালত, নির্বাচনে সিভিক ভলান্টিয়র রাখতে মানা করেছিল। কিন্তু তাঁর অভিযোগ, বুথে দেখা গিয়েছে সিভিক ভলান্টিয়র। কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর বুথে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জওয়ানদের সে অর্থে স্পর্শকাতর বুথে সক্রিয় থাকতে দেখা যায়নি। ভোটে ৬ হাজার বুথে অশান্তির খবর নথিতে উল্লেখ করেন শুভেন্দু। আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু।

কেবল বুথে অশান্তির খবর নয়, ব্যালট বাক্স তুলে নিয়ে পালিয়ে যাওয়ার ছবি প্রমাণ হিসাবে হাইকোর্টের কাছে জমা করেছেন শুভেন্দু। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কেবল ভোটের দিন নয়, ভোট পরবর্তী হিংসার খবরও উল্লেখ করা হয়েছে নথিতে।

প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধুরী চৌধুরী। মূল মামলাটিও আদালত অবমাননার অভিযোগ তুলেই। আগামী বুধবারই দুটি মামলার শুনানি একসঙ্গে হবে।