Satabdi Roy at SSKM: ‘এমন তো নয় আমাদের মুখ দেখাদেখি বন্ধ’, অনুব্রতকে দেখতে উডবার্নে শতাব্দী
Anubrata Mondal: শতাব্দী রায় পর পর তিনবার বীরভূমের সাংসদ হয়েছেন। বহুবার অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর মতপার্থক্যের অভিযোগ উঠে এসেছে।
শতাব্দী রায় পর পর তিনবার বীরভূমের সাংসদ হয়েছেন। বহুবার অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর মতপার্থক্যের অভিযোগ উঠে এসেছে। বিধানসভা ভোটের আগে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন শতাব্দী। সেখানে তিনি দাবি করেছিলেন, তাঁকে কাজ করতে দেওয়া হয় না। শতাব্দী লিখেছিলেন, ‘বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই।’ এ ক্ষেত্রে তাঁর অভিযোগের তির ছিল জেলা নেতৃত্বে দিকেই। প্রসঙ্গত, অনুব্রতও দীর্ঘদিনের জেলা তৃণমূল সভাপতি।
তবে এখন যখন অসুস্থ হয়ে অনুব্রত মণ্ডল এসএসকেএমে ভর্তি, একইসঙ্গে সিবিআই কাঁটায় কিছুটা বিদীর্ণ, সে সময় এগিয়ে এসেছেন সেই শতাব্দীই। এদিন এসএসকেএমে দাঁড়িয়ে শতাব্দী রায় বলেন, “কোনও বার্তা দিতে আমি আসিনি। রাজনীতিতে দেখেছি বার্তা শব্দটা খুব বেশি ব্যবহৃত হয়। আমি যা বলি খুব স্পষ্ট করে সোজাসুজি বলি। আর কেষ্টদা বীরভূমের জেলা শতাব্দী।”
আরও পড়ুন: Governor-Speaker clash : সাংবাদিকদের প্রশ্নের জবাব রাজ্যপালের, পাশ থেকে ‘থামালেন’ স্পিকার